দেশকন্ঠ প্রতিবেদন : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জর কাঁচপুর ব্রিজের ঢালে যাত্রীবাহী বাসের চাকা খুলে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে অজ্ঞাতনামা (৬৫) এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ আরও চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, অনিল(৫০), হাসানুজ্জামান (৪৫), নজরুল ইসলাম (৪৯) ও হাফেজা বেগম (৬৫)।
এ বিষয়ে আহত হাসানুজ্জামান বলেন, কুমিল্লার হোমনা থেকে ঢাকায় আসার পথে কাঁচপুর ব্রিজের ঢাল থেকে নামার সময় পেছনের চাকা খুলে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগে। পরে বাসের তলা খুলে নিচে পড়ে যায়। এতে আমরা পাঁচজন আহত হই। পরে সবাইকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে এক বৃদ্ধ মারা যান। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, কাঁচপুর ব্রিজে সড়ক দুর্ঘটনায় আহত পাঁচজনকে ঢামেকে আনা হয়েছিল। এদের মধ্যে এক বৃদ্ধ মারা গেছেন। তার নাম পরিচয় পাওয়া যায়নি। বাকি চারজনের জরুরি বিভাগের চিকিৎসা চলছে।
দেশকন্ঠ/অআ