দেশকন্ঠ প্রতিবেদন : তালা ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষকের বাসায় চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর নিউপল্টন লেনের এপি ৬৫/১নং বাসায় এ চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষকের নাম সঞ্জয় বিক্রম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটউটের প্রভাষক। এ ঘটনায় লালবাগ থানায় মামলা করেছেন ভুক্তভোগী ওই শিক্ষক।
চুরির ঘটনার বর্ণনা দিতে গিয়ে সঞ্জয় বিক্রম বলেন, সকাল সোয়া ৯টায় দরজায় তালা লাগিয়ে বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিতে যাই। পরে সন্ধ্যা ৬টার দিকে বাসায় ফিরে দেখি আমার রুমের তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখি রুমে আলো জ্বালানো ও ঘরের সব জিনিস এলোমেলো। তিনি বলেন, আমার ল্যাপটপ, নগদ ১৫ হাজার টাকাসহ গুরুত্বপূর্ণ কিছু জিনিস চুরি হয়েছে। এ ঘটনায় লালবাগ থানায় মামলা করেছি। লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মুর্শেদ বলেন, এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। আসামিকে ধরতে সব ধরনের চেষ্টা চালছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামি শনাক্তের চেষ্টা চলছে।
দেশকন্ঠ/অআ