দেশকন্ঠ প্রতিবেদন : তিন সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে আগামী ২৮ অক্টোবর (শুক্রবার) ছয় দিনের সফরে ঢাকায় আসছেন জার্মান পার্লামেন্টারি স্টেট সেক্রেটারি অব দ্যা ফেডারেল মিনিস্টার ফর ইকোনোমিক কোঅপারেশন অ্যান্ড ডেভলপমেন্ট ড. বারবেল কফলার। রোববার (২৩ অক্টোবর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে ঢাকায় জার্মান দূতাবাস।
দূতাবাস জানায়, বারবেল কফলারের নেতৃত্বে প্রতিনিধিদল আগামী ২৮ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ঢাকা সফর করবে। কফলারের প্রতিনিধিদলে জার্মান সংসদীয় সদস্য টিনা রুডলফ, জোহানেস ওয়াগনার এবং নুট গেরশাউ রয়েছেন। সফরে প্রতিনিধিদলটি বাংলাদেশ সরকার এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে রাজনৈতিক বিষয়ে আলোচনা করবেন। তারা টেকসই সরবরাহ চেইন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে ঢাকা, খুলনা ও যশোরে দেশটির উন্নয়ন সহযোগিতা নিয়ে হওয়া বিভিন্ন প্রকল্প পরিদর্শন করবেন। বাংলাদেশ-জার্মানির উন্নয়ন সহযোগিতার ৫০ বছর উদযাপনে উচ্চ পর্যায়ের এ সফরটি বেশ গুরত্বপূর্ণ বলে মনে করছে জার্মান দূতাবাস।
দেশকন্ঠ/অআ