দেশকন্ঠ প্রতিবেদন : দেশত্যাগের চেষ্টার অভিযোগে উত্তরার কিংফিশার বারের মালিক মুক্তার হোসেনকে আটক করে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ। পরে খবর দেওয়া হয় ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশকে। রোববার (২৩) দিবাগত রাতে দেশত্যাগের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। তবে আটকের পরও মাদক মামলার এই আসামিকে ছেড়ে দিতে বাধ্য হয় ডিবি পুলিশ। কারণ, উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছিলেন মুক্তার হোসেন। জামিনের নথি দেখিয়েই ডিবি পুলিশের কাছ থেকে মুক্ত হোন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রো পলিটন গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আকরামুল হোসেন। তিনি বলেন, বিমানবন্দরের ইমগ্রেশন পুলিশ প্রথমে তাকে আটক করেন। পরে তারা ডিবি পুলিশকে খবর দেওয়া হয়। আকরামুল হোসেন বলেন, গত ৬ অক্টোবর উত্তরার কিংফিশার বারে ডিবি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার জব্দ করে। ওই রাতে মুক্তারের গুলশানের বারেও অভিযান চালানো হয়। পরে গুলশান থানায় দায়ের করা একটি মামলায় মুক্তারকে আসামি করা হয়। মুক্তার হোসেন মাদক মামলায় উচ্চ আদালত থেকে আগাম জামিনে ছিলেন। সে কাগজ দেখানোয় তাকে ছেড়ে দেওয়া হয় বলেও জানান এই কর্মকর্তা।
দেশকন্ঠ/অআ