• শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
    ২৭ পৌষ ১৪৩১
    ঢাকা সময়: ১৮:৩৮

লক্ষ্মীপুরে সহস্রাধিক বসতঘর বিধ্বস্ত ভেসে গেছে গরু-মহিষ-নৌকা

  • জাতীয়       
  • ২৬ অক্টোবর, ২০২২       
  • ৬৩
  •       
  • ২৬-১০-২০২২, ০৯:২৩:৪৭

দেশকন্ঠ প্রতিবেদন : বঙ্গপোসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে লক্ষ্মীপুরের মেঘনা নদীতে প্রায় ৫ ফুট জলোচ্ছ্বাস ও প্রচণ্ড বেগে বাতাস বয়ে গেছে। এতে জেলা শহরসহ মেঘনা উপকূলে গাছ পড়ে সহস্রাধিক বসতঘর বিধ্বস্ত হয়েছে। জলোচ্ছ্বাসে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ২৪০টি গরু ও ৮টি মহিষ ভেসে গেছে। আমন ফসল ও শীতকালীন শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে। কয়েকটি নৌকাও ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে। জেলা প্রায় ৩৬ ঘণ্টা বিদ্যুৎহীন ছিল। তবে এসব বিষয়ে কোনো তথ্য নেই জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা এবং জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার কার্যালয়ে। কত দিনে তারা তথ্যলো সংগ্রহ করতে পারবেন তাও জানাতে পারেননি কার্যালয়ের কেউ। জানা গেছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন লক্ষ্মীপুরে মোবাইল নেটওয়ার্কে বিপর্যয় দেখা দেয়। প্রায় ২০ ঘণ্টা মোবাইল নেটওয়ার্ক ছিল না। বিদ্যুৎনির্ভর অটোরিকশা চলাচল বন্ধ ছিল। 
রামগতি, কমলনগর ও সদর উপজেলার কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট বাতাসের কারণে কয়েকশ ঘর ভেঙে গেছে। এর মধ্যে গাছ ভেঙে পড়ায় অধিকাংশ ঘর ভেঙে যায়। প্রায় ১টার দিকে ঘূর্ণিঝড়ের প্রভাব কমে গেলেও উপকূলে ৪-৫ ফুটের জলোচ্ছ্বাস হয়েছে। কমলনগরের মতিরহাট বাজারে প্রায় ৪ ফুট পানি ছিল। জলোচ্ছ্বাসে কমলনগরের বলিরপোল-নাসিরগঞ্জ সড়ক, নবীগঞ্জ-চৌধুরী বাজার সড়ক, তোরাবগঞ্জ-মতিরহাট সড়কসহ রামগতি-কমলনগরের শতাধিক সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে সড়কগুলো। কমলনগরের কাদিরপন্ডিতের হাট এলাকার শাহ আলমের নৌকাসহ ৫ জেলের নৌকা জলোচ্ছ্বাসে ভেসে গেছে। এতে তারা ব্যাপক ক্ষতির সম্মুখি হয়েছেন। সকাল থেকে বিভিন্ন এলাকায় খোঁজ করেও নৌকাগুলো পাওয়া যায়নি। জেলা শহরের বিভিন্ন স্থানে গাছ ভেঙে পড়ে চলাচল বন্ধ হয়ে যায়।
 
সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সবজি চাষি মো. জাহের ও আবদুল করিম জানান, তাদের প্রায় ৭ একর জমির টমেটো ও পেঁপেগাছ ভেঙে গেছে। ঋণ নিয়ে তারা সবজি চাষ করেছিলেন। কমলনগরের চর মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউছুফ আলী জানান, তার ইউনিয়নের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। শতাধিক ঘর ভেঙে গেছে। চর কালকিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছায়েফ উল্লাহ জানান, গাছপালা পড়ে ও বাতাসে দুই শতাধিক ঘর ভেঙে গেছে। সহস্রাধিক গাছ বাতাসে উপড়ে পড়েছে। লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অভিযোগ কেন্দ্রে কর্মরত মো. সোহেল জানান, সদর উপজেলা জকসিন এলাকায় তাদের ৩৩ কেভি ভোল্টের সংযোগ তারের টাওয়ার হেলে পড়েছে। নোয়াখালী থেকে ৪৫ কিলোমিটার এলাকায় বিভিন্ন স্থানে গাছ পড়ে তার ছিঁড়ে গেছে। লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জাকির হোসেন জানান, পল্লী বিদ্যুতের ৩৬৫টি খুঁটি ভেঙে গেছে। ৪৫০টি স্থানে তার ছিঁড়ে গেছে। এতে তাদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বিদ্যুৎ সরবরাহ দেওয়া হচ্ছে না।
 
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুজ্জামান জানান, জোয়ারের পানিতে বিভিন্ন এলাকা থেকে ২৪০টি গরু ও ৮টি মহিষ ভেসে গেছে। ঘূর্ণিঝড় শুরু হওয়ার আগে অনেক মানুষ আশ্রয়কেন্দ্রে উপস্থিত হয়। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ইউনুস মিয়া জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ বিকেল পর্যন্ত নিরুপণ করতে পারেনি। তবে তারা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে কাজ করছেন। লক্ষ্মীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. জাকির হোসেন জানান, ঝড়ে আমন ও সবজির ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ জানার জন্য তারা কাজ করছেন।
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।