দেশকন্ঠ প্রতিবেদন : হ্যালোইন উদযাপনের সময় শনিবার (২৯ অক্টোবর) রাতে দক্ষিণ কোরিয়ার সিউলের ইতাইওয়ানে পদদলিত হয়ে বহু মানুষের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৩০ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী হান ডাক-সুকে পাঠানো এক চিঠিতে তিনি লিখেছেন, ‘আমি, বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে আপনার এবং শোকাহত পরিবার, আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’ তিনি বলেন, ‘কোরিয়া প্রজাতন্ত্রের দীর্ঘদিনের বন্ধু হিসেবে বাংলাদেশ এই ট্র্যাজেডিতে গভীর সহানুভূতি প্রকাশ করছে এবং এই কঠিন সময়ে প্রজাতন্ত্রের জনগণের পাশে দাঁড়িয়েছে।’
প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী প্রার্থনা করেন যে কোরিয়ার জনগণ ও সরকার সাহস ও দৃঢ়তার সঙ্গে এই দুঃখজনক ক্ষতি কাটিয়ে উঠবে। অন্যদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার (২৮ অক্টোবর) যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির বাড়িতে ভাঙচুর এবং তার স্বামী পল পেলোসির ওপর সহিংস হামলার ঘটনায় সমবেদনা ও মনোবেদনা প্রকাশ করেছেন। রোববার (৩০ অক্টোবর) ন্যান্সির কাছে পাঠানো একটি চিঠিতে তিনি বলেছেন, আমি শুক্রবার (২৮ অক্টোবর) আপনার বাসভবনে অনুপ্রবেশ এবং আপনার স্বামী পল পেলোসির ওপর সহিংস হামলার বিষয়ে জানতে পেরে গভীরভাবে দুঃখিত হয়েছি।
প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিনি বলেছেন যে তিনি জানতে পেরেছেন মি. পলের দেহে অস্ত্রোপচার করা হয়েছে এবং তিনি এখন সেরে উঠছেন। শেখ হাসিনা আরও বলেন, আমি আবারও বলতে চাই যে সন্ত্রাস, মৌলবাদ, সহিংস চরমপন্থা এবং ঘৃণামূলক অপরাধের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ গণতন্ত্র, মানবতা এবং সকলের শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে। প্রধানমন্ত্রী পাঠানো বার্তায় পল পেলোসির দ্রুত এবং সম্পূর্ণ সেরে ওঠা এবং ন্যান্সি ও তার পরিবারের সদস্যদের জন্য নিরাপদ জীবন কামনা করেছেন।
দেশকন্ঠ/অআ