দেশকন্ঠ প্রতিবেদন : রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে সুতায় গলা কেটে শামসুল হক (৫১) নামে এক মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৬ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। শামসুল হককে উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসা পথচারী সাজ্জাদ হোসেন মিনার বলেন, আহত শামসুল হক ফ্লাইওভার দিয়ে নারায়ণগঞ্জ যাচ্ছিলেন। পরে হানিফ ফ্লাইওভারে উঠলে একটি সুতায় তার গলা কেটে যায়। রক্তাক্ত অবস্থায় তিনি ফ্লাইওভার থেকে নেমে পুলিশ বক্সের সামনে আসেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। বর্তমানে তিনি নাক কান গলা বিভাগে চিকিৎসাধীন আছেন।
তিনি আরও জানান, শামসুল হক রাইড শেয়ারিং অ্যাপস পাঠাওয়ের চালক। তার বাসা হাজারীবাগ থানার রায়েরবাজার নিমতলী এলাকায়। এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, হানিফ ফ্লাইওভারের উপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় চিকন সুতায় তার গলা কেটে যায়। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। বর্তমানে নাক কান গলা বিভাগে তার চিকিৎসা চলছে।
দেশকন্ঠ/অআ