দেশকন্ঠ প্রতিবেদন : সিরাজগঞ্জের কাজীপুরে এক যুবলীগ নেতার ইয়াবা সেবনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ওই যুবলীগ নেতাকে কারণ দর্শাতে বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কাজীপুর উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার।এর আগে বুধবার (১৬ নভেম্বর) ছবিটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। ছবিতে থাকা ওই যুবলীগ নেতার নাম জিয়া তালুকদার। তিনি উপজেলার গান্ধাইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
বৃহস্পতিবার সন্ধ্যায় কাজীপুর উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার ও সাধারণ সম্পাদক আলী আসলামের স্বাক্ষর করা এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই নেতাকে তিন দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, খাটের উপর বসে অন্য একজনের সহায়তায় ইয়াবা সেবন করছেন যুবলীগ নেতা জিয়া তালুকদার। অন্য সহযোগী স্মার্টফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে তাকে সহযোগিতা করছেন। খোঁজ নিয়ে জানা যায়, সহযোগিতাকারী ব্যক্তির নাম জুয়েল শেখ। তিনি গান্ধাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।
মাদক সেবনের বিষয় জানতে যুবলীগ নেতা জিয়া তালুকদারের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি। এ ব্যাপারে কাজীপুর উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার বলেন, ফেসবুকে মাদক সেবনের ছবিটি ছড়িয়ে পড়ার পর আমাদের নজরে আসলে তাকে কারণ দর্শাতে বলা হয়েছে। আমরা তার ইয়াবা সেবনের সত্যতা পেয়েছি। ৩ দিন পরে তাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।
দেশকন্ঠ/অআ