দেশকন্ঠ প্রতিবেদন : পার্বত্য জেলা খাগড়াছড়ির মহালছড়িতে বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে পতাকা নিয়ে বিশাল মিছিল করেছেন আর্জেন্টিনা সমর্থকরা। রোববার (২০ নভেম্বর) বিকেলে আর্জেন্টিনার বিশাল পতাকা নিয়ে মহালছড়ি উপজেলা কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের করে বাজার হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মহালছড়ি উপজেলার চোংড়াছড়ি হেডম্যান পাড়া এলাকার মারমাদের উদ্যোগে এই পতাকা মিছিলটি অনুষ্ঠিত হয়।
এ সময় আর্জেন্টিনা সমর্থকরা দলের জার্সি গায়ে মেসি, ডি-মারিয়াসহ অন্যান্য খেলোয়াড়ের বিভিন্ন ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন। হেডম্যান পাড়া এলাকার আর্জেন্টিনা সমর্থকরা জানান, আমরা শতবাগ আশাবাদী এবার আর্জেন্টিনা জিতবে। মেসি শেষবারের মতো বিশ্বকাপ ফুটবল খেলবেন। অবশ্যই তিনি চেষ্টা করবেন শেষ সময়ে দেশের জন্য এই জয় ছিনিয়ে নিতে। আমাদের বিশ্বাস তিনি অতীতের সবকিছু বাদ দিয়ে এবার বিশ্ব রেকর্ড করবেন। তারা আরও জানান, এবার বিশ্বকাপ আর্জেন্টিনা অবশ্যই বিশ্বকাপ নেবে এবং জয়ের পরে আমরা এলাকাবাসীর উদ্যোগে আরও বড় পরিসরে আনন্দ মিছিল করব। সকল সমর্থকরা মিলে এলাকায় আনন্দ উপভোগ করব।
দেশকন্ঠ/অআ