দেশকন্ঠ প্রতিবেদন : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ৪ ডিসেম্বর নগরীর পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা চট্টগ্রামবাসীর জন্য একটি গৌরব ও আনন্দের দিন। সোমবার (২১ নভেম্বর) চসিক প্যানেল মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে নিয়ে পলোগ্রাউন্ড মাঠ পরিদর্শনের সময় তিনি একথা বলেন। মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম এলাকায় দৃশ্যমান যেসব উন্নয়ন করেছেন- এরই স্বীকৃতি জানাতে জনতার ঢল নামবে জনসভায়। শেখ হাসিনা ঐতিহাসিক পলোগ্রাউন্ড থেকে আগামী নির্বাচনে দলীয় নেতাকর্মীদের দিক-নিদের্শনা দেবেন, তা পালন করার মধ্য দিয়ে ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত বিশ্বের কাতারে সামিল করতে হবে।
তিনি বলেন, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর, প্রধানমন্ত্রী চট্টগ্রামের উন্নয়নের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন এবং তার প্রতিশ্রুতি পূরণ করে চট্টগ্রামবাসীর আকাঙ্ক্ষা পূরণে সমর্থ হয়েছেন। মেয়র চট্টগ্রাম সিটি করপোরেশনের সব ওয়ার্ড কাউন্সিলরদের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রীর চট্টগ্রামে আগমনের বার্তা জনগণের কাছে পৌঁছে দিয়ে প্রজেক্টরের মাধ্যমে সারাদেশের উন্নয়ন চিত্র প্রদর্শন করে জনসভাকে উৎসবমুখর ও সফল করতে হবে। ভবিষ্যতে চট্টগ্রামের আরো উন্নয়নের কথা সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে শুনতে জনগণকে মহাসমাবেশে যোগ দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানান মেয়র।
এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, কাউন্সিলর ড. নিছার উদ্দীন আহমেদ মঞ্জু, আবুল হাসনাত মো. বেলাল, আবদুস সালাম মাসুম, শৈবাল দাশ সুমন ও আবদুল মান্নান প্রমুখ। মেয়র আরো জনান, ৪ ডিসেম্বরের মহাসমাবেশকে সফল করতে সমাবেশে প্রবেশ দ্বার, সমাবেশ এলাকায় পর্যন্ত আলোকসজ্জা ও মাঠের খানা-খন্দ ভরাটসহ আনুষঙ্গিক সব কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নগরীর সৌন্দর্যবর্ধন করে যেভাবে সাজিয়ে তোলা হয়েছে, কেউ যাতে তা ব্যহত করতে না পারে- এ ব্যাপারে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
দেশকন্ঠ/অআ