দেশকন্ঠ প্রতিবেদন : শিশু থেকে বৃদ্ধ, সব বয়সী ফুটবল প্রেমীদের কাছে ফুটবল বিশ্বকাপ মানেই যেন এক আবেগ। তারই প্রতিফলন দেখা গেছে আজকের আর্জেন্টিনা বনাম সৌদি আরব ম্যাচে। মঙ্গলবার (২২ নভেম্বর) রাজধানীর পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক, কলতাবাজার, লক্ষ্মীবাজার, নারিন্দা ও ওয়ারীতে খেলা দেখতে উপচে পড়া ভিড় জমিয়েছেন সব বয়সী মানুষেরা। এসব স্থানে টিভি, প্রজেক্টর ও এল ই ডি স্ক্রিনে খেলা দেখার আয়োজন করেছেন স্থানীয়রা। ষাটোর্ধ আব্দুর রহিম সৌদি আরবের সমর্থক। সৌদি আরব বিশ্বকাপ জিতবে আশা জানিয়ে তিনি বলেন, ছোটবেলা থেকেই আমি ফুটবল খেলার ভক্ত।
দীর্ঘদিন সৌদি আরবে কাটিয়েছি বিধায় কাছ থেকে দলটির খেলা দেখেছি। আমি চাই এবারের বিশ্বকাপ সৌদির হাতে উঠবে। সৌদি আরব দলে এবারে যে খেলোয়াড় রয়েছে তাতে তারাই বিশ্বকাপের দাবিদার। নারিন্দার বাসিন্দা আহসান জোবায়ের বলেন, আমি অসুস্থ থাকার পরও সবার সঙ্গে খেলা দেখার জন্য ছুটে এসেছি। আমি মনে করি এবারের আসরে সবচেয়ে ফেভারিট আর্জেন্টিনা। আমি চাইব এবারের বিশ্বকাপ মেসির হাতেই উঠবে। এসময় ছোট ছোট মেসি ভক্ত ছেলে-মেয়েদের কণ্ঠে আর্জেন্টিনা-আর্জেন্টিনা, মেসি-মেসি স্লোগানে মুখরিত হয় পুরান ঢাকার অলিগলি।
দেশকন্ঠ/অআ