দেশকন্ঠ প্রতিবেদন : হবিগঞ্জের বানিয়াচংয়ে শিক্ষার্থীদের দীর্ঘ সময় রোদে দাঁড় করিয়ে রেখে জেলা শিক্ষা কর্মকর্তার বক্তব্য শুনে ১৮ ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ ছাত্রীদের হবিগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বুধবার (২৩ নভেম্বর) সকালে বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বর্তমানে শিক্ষার্থীরা সুস্থ আছে। জানা যায়, বুধবার সকালে জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ ওই বিদ্যালয়ে পরিদর্শনে যান। তখন স্কুলের মাঠে শিক্ষার্থীরা অ্যাসেম্বলি করছিল। সেখানে গিয়ে তাদের রোদে দাঁড় করিয়ে প্রায় ৪০ মিনিট বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা। একপর্যায়ে ৯ম শ্রেণির নিপা আক্তার, শ্রাবনী আক্তার, শামীমা, অপি আক্তার, রিনা আক্তার, তানিয়া রহমান, তাহমিনা, মারিয়া আক্তার, ৮ম শ্রেণির হেলেনা আক্তার, মিতু আক্তার, বৈশাখী চন্দ, উষা আক্তার, ঝুমা আক্তার, ৬ষ্ঠ শ্রেণির রূপালী, প্রমি শীলসহ ১৮ ছাত্রী অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
পরে তাদেরকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাদের মধ্যে ৮ম শ্রেণির ঝুমা আক্তার, বৈশাখী চন্দ, ও ৯ম শ্রেণির রিনা আক্তারকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার খানম জানান, প্রতিদিন সাধারণত ১৫ মিনিটের অ্যাসেম্বলি হয়। বুধবার জেলা শিক্ষা কর্মকর্তা আমাদের স্কুল শিক্ষার্থীদের উদ্দেশে পরামর্শমূলক বক্তব্য দিচ্ছিলেন। এ সময় হঠাৎ ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে। হবিগঞ্জ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মমিন উদ্দিন চৌধুরী বলেন, ছাত্রীদের মাস সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের কারণে এমনটা হয়ে থাকতে পারে। চিকিৎসা দেওয়ায় তারা এখন সুস্থ। তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
দেশকন্ঠ/অআ