• শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
    ২৭ পৌষ ১৪৩১
    ঢাকা সময়: ০১:০৯

মধ্যরাতে বিপ্লবী গানে মুখর কুমিল্লা টাউনহল মাঠ

  • জাতীয়       
  • ২৬ নভেম্বর, ২০২২       
  • ৬৫
  •       
  • ২৬-১১-২০২২, ০৯:১৫:১৫

দেশকন্ঠ প্রতিবেদন : বিপ্লবী গান আর জাগরণী স্লোগানে মধ্যরাতের কুমিল্লা টাউনহল মাঠ যেন এক প্রাণবন্ত কনসার্ট। কানায় কানায় পরিপূর্ণ এই মাঠ যেন নতুন ইতিহাস রচনা করছে। রাতেই রূপ নিয়েছে জনসমুদ্রে। মাঠের উত্তর পাশে মঞ্চে জাসাসের একদল শিল্পী। দলীয় নানা জাগরণের গানে মুগ্ধ হচ্ছেন নেতাকর্মীরা। গানের তালে তালে তারাও স্লোগান তুলে সাধুবাদ জানাচ্ছেন গায়ক আর যন্ত্রশিল্পীদের। শুক্রবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১২টায় কুমিল্লা টাউনহল মাঠে দেখা গেছে এমন দৃশ্য। সমাবেশস্থলে বিএনপি নেতাকর্মীদের মধ্যে আনন্দঘন পরিবেশ বিরাজ করছিল। দীর্ঘ সময় পর বিএনপির কোনো অনুষ্ঠানে আসতে পেরে বেশ উজ্জীবিত নেতাকর্মীরা। তাই সময়টাকে স্মরণীয় করে রাখতে মধ্যরাতেও মুখর করছেন সমাবেশস্থল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা থেকে আসা বিএনপির কর্মী আক্তারুজ্জামান বলেন, তিন দিন আগে সমাবেশস্থলে এসেছি। আমাদের নেত্রীর মুক্তির জন্য এসেছি। প্রিয় নেত্রীকে মুক্ত না করে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় না করে ঘরে ফিরে যাব না। কুমিল্লা টাউনহল মাঠে বিএনপি নেতাদের ঢল আমাদের সামনের দিনের মনোবলকে আরও চাঙা করবে।
 
কসবা উপজেলা থেকে আসা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি আবদুল কাইউম বলেন, রাতের বেলা আমাদের প্রচণ্ড ভালো লাগছে। এখানে দলীয় গানগুলো শুনতে পারছি। আগামীকাল (শনিবার) আমাদের কেন্দ্রীয় নেতারা গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন, আমরা তাদের নির্দেশনা নিয়ে সরকার পতনের আন্দোলনে রাজপথে থাকব। চাঁদপুরের কচুয়া উপজেলা থেকে আসা বিএনপি নেতা জাকারিয়া বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন টেক ব্যাক বাংলাদেশ। আমাদের যে ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে তা পুনরুদ্ধার করে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে জয়ী হয়ে আমরা ঘরে ফিরব। কুমিল্লার বরুড়া উপজেলা থেকে আসা যুবদল নেতা নোমান হোসেন মৌলভী বলেন, বাংলাদেশ যাবে কোনপথে, ফয়সালা হবে রাজপথে, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের এই ঘোষণা আসার পর থেকে নেমে পড়েছি। ফ্যাসিবাদী সরকারের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে নেমেছি৷ এই সরকারের পতন ঘটিয়েই ছাড়ব। বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোশতাক মিয়া বলেন, সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। আপনারা দেখেছেন কত দূর-দূরান্ত থেকে নেতাকর্মীরা কষ্ট করে এই মধ্যরাতেও সমাবেশস্থলে আছেন। এগুলো কি প্রমাণ করে না মানুষ আর এই সরকারকে চায় না?
 
প্রসঙ্গত, নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতাকর্মীদের মৃত্যুর প্রতিবাদে এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশের সব বিভাগে গণসমাবেশ করছে বিএনপি। চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুর, সিলেটের পর শনিবার (২৬ নভেম্বর) কুমিল্লায় গণসমাবেশ করবে দলটি। কুমিল্লা টাউনহল মাঠে সমাবেশের আয়োজন চলছে। গণসমাবেশের আগের দিনই নেতাকর্মীদের ঢল নেমেছে কুমিল্লা টাউনহল মাঠে। এটি বিএনপির অষ্টম বিভাগীয় গণসমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।