দেশকন্ঠ প্রতিবেদন : বিপ্লবী গান আর জাগরণী স্লোগানে মধ্যরাতের কুমিল্লা টাউনহল মাঠ যেন এক প্রাণবন্ত কনসার্ট। কানায় কানায় পরিপূর্ণ এই মাঠ যেন নতুন ইতিহাস রচনা করছে। রাতেই রূপ নিয়েছে জনসমুদ্রে। মাঠের উত্তর পাশে মঞ্চে জাসাসের একদল শিল্পী। দলীয় নানা জাগরণের গানে মুগ্ধ হচ্ছেন নেতাকর্মীরা। গানের তালে তালে তারাও স্লোগান তুলে সাধুবাদ জানাচ্ছেন গায়ক আর যন্ত্রশিল্পীদের। শুক্রবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১২টায় কুমিল্লা টাউনহল মাঠে দেখা গেছে এমন দৃশ্য। সমাবেশস্থলে বিএনপি নেতাকর্মীদের মধ্যে আনন্দঘন পরিবেশ বিরাজ করছিল। দীর্ঘ সময় পর বিএনপির কোনো অনুষ্ঠানে আসতে পেরে বেশ উজ্জীবিত নেতাকর্মীরা। তাই সময়টাকে স্মরণীয় করে রাখতে মধ্যরাতেও মুখর করছেন সমাবেশস্থল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা থেকে আসা বিএনপির কর্মী আক্তারুজ্জামান বলেন, তিন দিন আগে সমাবেশস্থলে এসেছি। আমাদের নেত্রীর মুক্তির জন্য এসেছি। প্রিয় নেত্রীকে মুক্ত না করে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় না করে ঘরে ফিরে যাব না। কুমিল্লা টাউনহল মাঠে বিএনপি নেতাদের ঢল আমাদের সামনের দিনের মনোবলকে আরও চাঙা করবে।
কসবা উপজেলা থেকে আসা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি আবদুল কাইউম বলেন, রাতের বেলা আমাদের প্রচণ্ড ভালো লাগছে। এখানে দলীয় গানগুলো শুনতে পারছি। আগামীকাল (শনিবার) আমাদের কেন্দ্রীয় নেতারা গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন, আমরা তাদের নির্দেশনা নিয়ে সরকার পতনের আন্দোলনে রাজপথে থাকব। চাঁদপুরের কচুয়া উপজেলা থেকে আসা বিএনপি নেতা জাকারিয়া বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন টেক ব্যাক বাংলাদেশ। আমাদের যে ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে তা পুনরুদ্ধার করে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে জয়ী হয়ে আমরা ঘরে ফিরব। কুমিল্লার বরুড়া উপজেলা থেকে আসা যুবদল নেতা নোমান হোসেন মৌলভী বলেন, বাংলাদেশ যাবে কোনপথে, ফয়সালা হবে রাজপথে, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের এই ঘোষণা আসার পর থেকে নেমে পড়েছি। ফ্যাসিবাদী সরকারের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে নেমেছি৷ এই সরকারের পতন ঘটিয়েই ছাড়ব। বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোশতাক মিয়া বলেন, সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। আপনারা দেখেছেন কত দূর-দূরান্ত থেকে নেতাকর্মীরা কষ্ট করে এই মধ্যরাতেও সমাবেশস্থলে আছেন। এগুলো কি প্রমাণ করে না মানুষ আর এই সরকারকে চায় না?
প্রসঙ্গত, নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতাকর্মীদের মৃত্যুর প্রতিবাদে এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশের সব বিভাগে গণসমাবেশ করছে বিএনপি। চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুর, সিলেটের পর শনিবার (২৬ নভেম্বর) কুমিল্লায় গণসমাবেশ করবে দলটি। কুমিল্লা টাউনহল মাঠে সমাবেশের আয়োজন চলছে। গণসমাবেশের আগের দিনই নেতাকর্মীদের ঢল নেমেছে কুমিল্লা টাউনহল মাঠে। এটি বিএনপির অষ্টম বিভাগীয় গণসমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দেশকন্ঠ/অআ