দেশকণ্ঠ প্রতিনিধি, নোয়াখালী : আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত নাগরিক সংলাপে নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেছেন, ‘নারীদের অধিকার নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। এ ক্ষেত্রে সবার আগে স্থানীয় পর্যায়ের সচেতনতার পরিসর বৃদ্ধি করতে হবে। তা হলেই নারীর প্রতি নিপীড়ন কমবে। পাশাপাশি সমাজে নারীর অবস্থান আরো সুসংহত করা যাবে।’ তিনি আরো বলেন, ‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি নাগরিক সমাজকে আরো পরিবর্তনকামী চিন্তায় অগ্রসর হতে হবে এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
২৬ নভেম্বর নোয়াখালী বিআরডিবি মিলনায়তনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস ২০২২ উপলক্ষে নাগরিক সংলাপের আয়োজন করে নারী অধিকার জোট। অনুষ্ঠানে অনুষ্ঠানে নোয়াখালী জেলা প্রশাসক আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীন এবং অতিরিক্ত পুলিশ সুপার মোর্তাহিন বিল্লাহ। অন্যান্যদের মাঝে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সামাজিকভাবে নিরাপত্তাহীনতা, নারীর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গী, গণপরিবহনে বিভিন্নভাবে অবাঞ্চিত হয়রানির শিকার ইত্যাদি নারীর চারপাশকে বেষ্টিত করে রেখেছে। নারীর জন্য নিরাপদ নোয়াখালী গড়ে তুলতে ২ বছর ব্যাপি প্রচারাভিযান পরিচালনা করা হবে। যার ভিতর দিয়ে প্রচারাভিযান চলাকালীন সময়ে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ- নারী, পুরুষ ছাত্র যুবজন সবাই স্ব স্ব জায়গায়, স্ব স্ব অবস্থানে থেকে যে যেখানে আছে, সেখানেই তারা প্রতিরোধ করবে। বক্তারা নারীর জন্য নিরাপদ একটা পরিবেশ তৈরির করার আশাবাদ ব্যক্ত করেন।
দেশকণ্ঠ/আসো