দেশকন্ঠ প্রতিবেদন : মেসির ম্যাজিকে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে পরাজিত করে স্বপ্নের ফাইনালে পৌছে গেছে আর্জেন্টিনা। সেমিফাইনাল ম্যাচের শেষ বাঁশি বাজার সাথে সাথে আনন্দ-উচ্ছ্বাস আর উল্লাসে ফেটে পড়ে পুরো সিলেট নগরী। মধ্যরাতেই আর্জেন্টিনা আর্জেন্টিনা স্লোগানে পুরো সিলেট নগর মুখরিত হয়ে ওঠে। মেসিবাহিনীর বিজয়ের পর নগরের বিভিন্ন এলাকা থেকে মিছিল, মোটর শোভাযাত্রা আর বাদ্যযন্ত্র বাজিয়ে নগরের প্রাণকেন্দ্র জিন্দাবাজার চৌহাট্টা, আম্বরখানা সড়কে জড়ো হতে থাকেন আর্জেন্টাইন ভক্ত সমর্থকরা। মেসিবাহিনীর বিজয়ে মধ্যরাতে পুরো নগরী পরিণত হয়েছিল মিছিলের নগরীতে।
বাদ্যযন্ত্রের তালেতালে নাচতে থাকা ইমরান আহমদ বলেন, আমি আর্জেন্টিনা দলের অন্ধ ভক্ত। আর মেসি আমার প্রিয় খেলোয়াড়। সবার মতো আমিও চাই মেসির হাতে স্বপ্নের বিশ্বকাপ উঠুক। আনন্দ মিছিলে যোগ দেওয়া ৫৫ বছরের সালাউদ্দিন বলেন, আমি ম্যারাডোনার খেলা দেখে আর্জেন্টিনার সাপোর্টার হয়েছিলাম। এই মুহূর্তে মেসি বিশ্বের অন্যতম খেলোয়াড়। প্রথমে সৌদির সাথে ম্যাচ হেরে সবার মতো আমিও হতাশ হয়েছিলাম তবে বিশ্বাস ছিল মেসির নেতৃত্বে কিছু একটা হবে। সেই বিশ্বাস থেকেই আর্জেন্টিনার সব খেলা দেখেছি। আমার বিশ্বাস আর্জেন্টিনা এই বছর আমাদের হতাশ করবে না।
দেশকন্ঠ/অআ