- |
- |
- জাতীয় |
- আন্তর্জাতিক |
- বিনোদন |
- ক্রীড়া |
- মত-দ্বিমত |
- শিক্ষা-স্বাস্থ্য |
- বিজ্ঞান-প্রযুক্তি |
- কৃষি বার্তা |
- অর্থ-বাণিজ্য-উন্নয়ন |
- সাহিত্য-সংস্কৃতি-সংগঠন |
- সারাদেশ |
দেশকন্ঠ প্রতিবেদক : ঢাকার নিম্ন আদালত থেকে ছিনিয়ে নেয়া দুই জঙ্গির মধ্যে আবু সিদ্দিক সোহেলের বোন তানজিলা আফরোজ জাহান ওরফে শিরিনকে কারাগারে পাঠানো হয়েছে। তার ভগ্নিপতি অ্যাডভোকেট ওমর ফারুক তালুকদারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ২১ ডিসেম্বর বুধবার মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মুহাম্মদ আবুল কালাম আজাদ কোতোয়ালী থানায় সন্ত্রাস বিরোধ আইনে করা মামলায় আসামিদের আদালতে হাজির করেন। শিরিনকে কারাগারে আটক এবং ওমর ফারুক তালুকদারের ১৫ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা।আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম শুভ্রা চক্রবর্তীর আদালত এ আদেশ দেন।
উল্লেখ্য, ২০ নভেম্বর দুপুর সোয়া ১২টার দিকে ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের চোখে স্প্রে মেরে প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি আনসারুল্লাহ বাংলাটিমের সদস্য আবু সিদ্দিক সোহেল ও মইনুল হাসান শামীমকে ছিনিয়ে নেয়া হয়। এ ঘটনায় রাতে ২০ জঙ্গিকে আসামি করে মামলা করেন পুলিশ পরিদর্শক জুলহাস উদ্দিন আকন্দ।
দেশকন্ঠ/এআর
পথরেখা : আমাদের কথা