- |
- |
- জাতীয় |
- আন্তর্জাতিক |
- বিনোদন |
- ক্রীড়া |
- মত-দ্বিমত |
- শিক্ষা-স্বাস্থ্য |
- বিজ্ঞান-প্রযুক্তি |
- কৃষি বার্তা |
- অর্থ-বাণিজ্য-উন্নয়ন |
- সাহিত্য-সংস্কৃতি-সংগঠন |
- সারাদেশ |
দেশকন্ঠ ডেস্ক : দেশের ৫০টি জেলায় নির্মাণ করা ১০০ মহাসড়ককে বিজয়ের মাস ডিসেম্বরে দেশের মানুষের জন্য উপহার হিসেবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এটা আমাদের বিজয়ের মাস। এই মাসে উদ্বোধন করা এই ১০০ মহাসড়ক দেশের মানুষের জন্য আমি উপহার হিসেবে দিলাম। ২১ ডিসেম্বর বুধবার সকাল ১০টায় দেশের ৫০টি জেলায় নির্মাণ করা ১০০ মহাসড়ক উদ্বোধন করার প্রাক্কালে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেন তিনি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সড়ক পরিহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশে নিরাপদে সড়ক ব্যবহারের নতুন সুযোগ তৈরি হলো ১০০ মহাসড়ক নির্মাণের মাধ্যমে। পাশাপাশি এর মাধ্যমে এসব অঞ্চলের অর্থনৈতিক গতিশীলতাও বাড়বে। যোগাযোগ ব্যবস্থাকে সবসময় গুরুত্ব দিয়েছে আওয়ামী লীগ সরকার।‘আগে পায়ের স্যান্ডেল হাতে নিয়ে হাঁটতো দেশের মানুষ, এখন আর দেশের রাস্তাঘাট সেই অবস্থায় নেই,’ বলেন প্রধানমন্ত্রী।
দেশের মানুষ উন্নয়নের সুফল পেতে শুরু করেছে মন্তব্য করে তিনি আরও বলেন, উন্নয়ন আমরা করে যাচ্ছি, আমরা করে যাব। উন্নয়ন করাকে আমরা আমাদের দায়িত্ব বলে মনে করি। জনগণের কল্যাণ করা আমাদের দায়িত্ব। বাংলাদেশ আওয়ামী লীগ সেই কাজটিই করে যাচ্ছে। আর তার শুভফল দেশের মানুষ পাচ্ছে। ‘তবে যতটুকু করে দিচ্ছি সেটা রক্ষার দায়িত্ব; যথাযথভাবে ব্যবহার করার দায়িত্ব; পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আপনাদের। আপনারা এর রক্ষণাবেক্ষণ করবেন এটাই আমি আশা করি’, যোগ করেন তিনি।
শেখ হাসিনা বলেন, আমাদের এটা শুনতে হয় যে আওয়ামী লীগ সরকার দেশটা ধ্বংস করে দিয়েছে। কিন্তু এর আগে আমরা ১০০টি সেতু একসাথে উদ্বোধন করেছি, এবার আমরা ১০০টি সড়ক নির্মাণ বা উন্নয়নের কাজ সম্পন্ন করলাম। এরপরও যারা বলে আওয়ামী লীগ সরকারে এসে দেশ ধ্বংস করে দিয়েছে, দেশের মানুষ এটা বিশ্বাস করবে কিনা সেটাই আমার প্রশ্ন।
সরকার প্রধান বলেন, এই সুবিধা যেসব আপনার পেয়েছেন ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত এবং ২০০৯ থেকে ২০২২ সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায়। স্বাধীনতার পর ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত যুদ্ধ বিধ্বস্ত দেশ, সে সময় যত সড়ক সেতু নির্মাণ করা হয়। এর বাইরে যারা ক্ষমতায় ছিল তারা দেশের জন্য কি করেছে, আর কতটুকু উন্নতি করেছে, আর আওয়ামী লীগ সরকার কী করেছে, আমি আশা করি দেশবাসী তা একটু চিন্তা করে দেখবেন।
দেশকন্ঠ/এআর
পথরেখা : আমাদের কথা