দেশকন্ঠ প্রতিবেদন : রাজধানীর গুলশান এলাকায় অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলিসহ মো. তামিম (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে গুলশান থানার শাহাজাদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-৩ এর একটি দল। র্যাব-৩ এর দাবি, গ্রেপ্তার তামিম অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী। তিনি মাদারীপুরের কালকিনী খাসের হাটের মজিবর হাওলাদারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, রাজধানীর গুলশান এলাকায় সমাজের উচ্চবিত্ত মানুষের অস্ত্রের মুখে জিম্মি করে বিভিন্ন ফাঁদে ফেলে অশ্লীল ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার ভয়ভীতি দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ আদায় করে আসছিল তামিম।
তিনি আরও জানান, রাজধানীর গুলশান এলাকায় তার ব্যাপক আধিপত্য থাকায় এলাকার সাধারণ মানুষ আতঙ্কে থাকে। এছাড়াও তিনি নিরীহ জনসাধারণকে অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই, চাঁদাবাজি, জমি দখল, আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে রমনা থানা ও মাদারীপুরের কালকিনী থানায় হামলা, নাশকতার এবং দাঙ্গা-হাঙ্গামার একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
দেশকন্ঠ/অআ