দেশকন্ঠ প্রতিবেদন : নীলফামারীর সৈয়দপুরে আবাসিক হোটেল থেকে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২২ডিসেম্বর) বিকেল ৪টার দিকে সৈয়দপুর পৌরসভার শহীদ জহুরুল হক রোড়ের আবাসিক হোটেল সম্রাটে অভিযান পরিচালনা করে তাদের আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় হোটেল ম্যানেজারের কাছ থেকে ৯০ পিস কনডম উদ্ধার করা হয়। আটকরা, উপজেলার কাজীর হাট এলাকার বাসিন্দা মাহাবুব আলীর ছেলে ও হোটেল ম্যানেজার রাজা মিয়া (৪০), মুন্সিপাড়া এলাকার মো. আরজুর ছেলে মো. পারভেজ (২৫) এবং একজন নারী (২২)।
বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজামান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আবাসিক হোটেল সম্রাটে অভিযান পরিচালনা করে অনৈতিক অশ্লীল কার্যকলাপের অপরাধে তিন জনকে আটক করা হয়েছে। এসময় হোটেল ম্যানেজারের কাছ থেকে ৯০ পিস কনডম উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।
দেশকন্ঠ/অআ