- |
- |
- জাতীয় |
- আন্তর্জাতিক |
- বিনোদন |
- ক্রীড়া |
- মত-দ্বিমত |
- শিক্ষা-স্বাস্থ্য |
- বিজ্ঞান-প্রযুক্তি |
- কৃষি বার্তা |
- অর্থ-বাণিজ্য-উন্নয়ন |
- সাহিত্য-সংস্কৃতি-সংগঠন |
- সারাদেশ |
দেশকন্ঠ প্রতিবেদক : জেলায় সোমবার সরকারিভাবে আমন ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে। সরকার এ বছর ৪২ টাকা কেজি দরে চাল ও ২৮ টাকা কেজি দরে ধান সংগ্রহ করছে। সোমবার সকালে নলছিটি উপজেলার সুগন্ধা অটো রাইস মিলে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামাল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক নাজমুল হোসেন, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতারা নাহিদ, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহনাজ পারভিন, নলছিটি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল জব্বার, সুগন্ধা অটো রাইস মিলের চেয়ারম্যান মিজানুর রহমান মোল্লা ও ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর রহমান রিপন খান প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রক নাজমুল হোসেন জানান, জেলায় এ বছর একহাজার ৬৮৯ মেট্রিকটন ধান ও একহাজার ৩৭০ মেট্রিকটন চাল সংগ্রহ করা হবে। সরাসরি মিল থেকে এসব ধান ও চাল কিনে খাদ্য গুদামে রাখা হয়।
দেশকন্ঠ /এআর
পথরেখা : আমাদের কথা