দেশকন্ঠ প্রতিবেদন : জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেছেন, নারী-পুরুষ নির্বিশেষে সকলের ক্ষমতায়ন নিশ্চিত করাই ছিল মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য। তিনি আরও বলেন, শোষণ-বঞ্চনা থেকে মুক্ত করে ১৯৭১ সালে সবুজ-শ্যামল বাংলাদেশ সৃষ্টি করলেন বঙ্গবন্ধু। এ দেশের দুঃখি মানুষের মুখে হাসি ফোটালেন। সোনার বাংলা গড়ার প্রত্যয়ে নতুন স্বপ্ন বুনলেন। রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন উপাচার্য। বিজয় দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনি আরও বলেন, একাত্তরের পরাজিত শক্তি খুনিরা জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করে তার মরদেহ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্জন পল্লীতে রেখে আসলেন। কারণ তারা মনে করেছিলেন বঙ্গবন্ধুকে নির্জন পল্লীতে রেখে আসলে কেউ তাকে স্মরণ করবে না। কিন্তু ঘটেছে উল্টো। তিনি আরও বলেন, পদ্মাসেতু নির্মাণ নিয়ে সেই কুচক্রী মহলই আবার ষড়যন্ত্র করল। বিশ্বব্যাংক ঋণ বন্ধ করে দিল। কিন্তু বঙ্গবন্ধু কন্যার সাহসী উদ্যোগে পদ্মাসেতু নির্মাণ হয়েছে। সেটি এখন বাস্তব। ষড়যন্ত্রকারীদের সমুচিত জবাব দেওয়া হয়েছে। অনুষ্ঠানের শুরুতে সবাই মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে এক মিনিট নীরবতা পালন করেন। অতঃপর মহান বিজয় দিবসের ওপর আলোচনা, প্রামাণ্য চিত্র প্রদর্শন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দেশকন্ঠ/অআ