দেশকন্ঠ প্রতিবেদন : মাদারীপুরে চিকিৎসকের ভুল চিকিৎসায় এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনায় বিক্ষুব্ধ লোকজন ক্লিনিকটিতে ভাঙচুর চালায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুক্রবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় মাদারীপুর শহরের পানিছত্র এলাকার কে.আই হাসপাতাল নামে একটি প্রাইভেট ক্লিনিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে পানিছত্র চৌরাস্তা এলাকার সোহেল মোরশেদের স্ত্রী লাকী আক্তারকে (৩০) তার স্বজনরা গলার টনসিলের অপারেশন করানোর জন্য কে.আই হাসপাতালে ভর্তি করে। হাসপাতলের চিকিৎসক মিজানুর রহমান বিকেল ৩টার দিকে লাকী আক্তারের গলার টনসিলের অপারেশনের জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যান। পরে সন্ধ্যা হয়ে গেলেও অপারেশন থিয়েটার থেকে রোগীকে বের না করায় স্বজনদের সন্দেহ হয়। স্বজনরা জোর করে অপারেশন থিয়েটারে প্রবেশ করে দেখে লাকী আক্তার মারা গেছেন। এ ঘটনায় রোগীর স্বজন ও স্থানীয় বিক্ষুব্ধরা ক্লিনিকটিতে ভাঙচুর চালায়।
নিহতের স্বামী মোরশেদ বলেন, ডাক্তার আমার স্ত্রীকে ভুল চিকিৎসা দিয়ে মেরে ফেলেছে আমি এর বিচার চাই। অভিযুক্ত ডাক্তার মিজানুর রহমানকে ওই প্রাইভেট ক্লিনিকে গিয়ে পাওয়া যায়নি। মাদারীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। নিহতের স্বজনরা অভিযোগ দিলে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
দেশকন্ঠ/অআ