দেশকন্ঠ প্রতিবেদন : মাদারীপুরের পুরান বাজারে আগুন লেগে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে শহরের পুরান বাজার কাঁচামাল পট্টিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় চার কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, কাঁচামাল পট্টি সড়কের খান স্টোর নামের একটি দোকানে প্রথমে স্থানীয়রা আগুন দেখতে পান। তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিস এসে অল্প কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী প্রদীপ কুন্ড বলেন, মুদি দোকানের ভেতরে আগুন জ্বলতে দেখে তিনি পুলিশকে খবর দিয়েছিলেন। স্থানীয় লোকজনের পরিশ্রম ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় আগুন বেশি ছড়াতে পারেনি। পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজীব মাহামুদ কাওসার বলেন, এ আগুন আর কিছু সময় স্থায়ী হলে আরো অনেক দোকান পুড়ে ছাই হয়ে যেত। আগুনে পাঁচটি দোকানের প্রচুর ক্ষতি হয়েছে, মালামাল সব পুড়ে গেছে। আগুনে আইয়ুব চোকদারের সুপারির আড়ৎ, ইমান খানের কসমেটিক স্টোর, প্রদীপ দত্তের মুদি দোকান, ছিদ্দিক বেপারীর সারের দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, হঠাৎ কোথা থেকে আগুন লেগেছে বুঝতে পারছি না। এই আগুনে আমাদের ৪ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. নুরুল ইসলাম শিকদার বলেন, আগুনের খবর পাওয়ার পরপরই মাদারীপুরের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খান স্টোরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
দেশকন্ঠ/অআ