দেশকন্ঠ প্রতিবেদন : ঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করতে পারেনি বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা ও নভোএয়ারের দুটি ফ্লাইট। শুক্রবার (২৩ ডিসেম্বর) রাত ৮টা ও ৯টায় ফ্লাইট দুটি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। বিমান বন্দর এলাকায় দীর্ঘক্ষণ আকাশে চক্কর মেরে ফ্লাইট দুটিকে ফিরে যেতে হয় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এতে সৈয়দপুর থেকে ঢাকাগামী প্রায় শতাধিক যাত্রীর যাত্রা বাতিল হয়েছে। অপর দিকে ঢাকা থেকে সৈয়দপুরগামী যাত্রীদের ঢাকায় পুনরায় ফিরে যেতে হয়েছে। এর আগে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বিঘ্নিত হয়। কুয়াশা খানিকটা কমে আসায় দুপুর ১ টা ৩০ মিনিটের দিকে ফ্লাইট উঠানামা শুরু হয়।
বিমানবন্দর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, উত্তরের জেলা নীলফামারীতে প্রতিদিন তাপমাত্রা কমছে। গত এক সপ্তাহ ধরে এ অঞ্চলে তাপমাত্রা ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। সেইসঙ্গে সকাল-সন্ধ্যা-রাত চারদিক ঘন কুয়াশায় ঢাকা থাকছে। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর বিমানবন্দরের ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ। তিনি বলেন, ঘন কুয়াশার কারণে দৃষ্টি সীমা (ভিজিবিলিটি) কমে যাওয়ায় রাত সাড়ে ৮টা ও ৯টায় দুটি ফ্লাইট দীর্ঘক্ষণ চেষ্টার পরও অবতরণ করতে না পারেনি। সন্ধার পর হঠাৎ কুয়াশা বেশি পরিমাণে পড়ায় বিমানবন্দর এলাকায় দৃষ্টিসীমা কমে আসে। তিনি আরও বলেন, শীতকালে বৈরী আবহাওয়ার কারণে প্রায়ই বিমান চলাচলে বিঘ্ন ঘটে। এজন্য ফ্লাইট চলাচলের শিডিউল পরিবর্তন করা হয়েছে। তবে কোনো ফ্লাইট বাতিল করা হয় না।
দেশকন্ঠ/অআ