দেশকন্ঠ প্রতিবেদন : সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবাধে চলাচল করায় কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযান চালিয়ে অর্ধশতাধিক থ্রি হুইলার আটক করেছে হাইওয়ে পুলিশ। শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি বিশ্বরোড, হাসানপুর, শহীদনগর, গৌরীপুর বাসস্ট্যান্ড, আমিরাবাদ ও জিংলাতুলী এলাকায় এ অভিযান পরিচালনা করেন দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ।
দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, মহাসড়কে থ্রি হুইলার চলাচলে চালকদের নিরুৎসাহিত করতে নিয়মিত লিফলেট বিতরণ, মাইকিং ও আলোচনা সভা করা হচ্ছে। কিন্তু চালকরা কোনো তোয়াক্কা না করে মহাসড়কে অবাধে চালাচ্ছেন এসব নিষিদ্ধ যানবাহন। দুর্ঘটনা রোধ ও যাত্রীদের জান মাল রক্ষার্থে শুক্রবার দুপুর থেকে মহাসড়কে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অর্ধশতাধিক থ্রি হুইলার আটক করা হয়। নিষিদ্ধ এসব যানবাহনের বিরুদ্ধে হাইওয়ে পুলিশের অভিযান অব্যাহত থাকবেও তিনি জানান।
দেশকন্ঠ/অআ