- |
- |
- জাতীয় |
- আন্তর্জাতিক |
- বিনোদন |
- ক্রীড়া |
- মত-দ্বিমত |
- শিক্ষা-স্বাস্থ্য |
- বিজ্ঞান-প্রযুক্তি |
- কৃষি বার্তা |
- অর্থ-বাণিজ্য-উন্নয়ন |
- সাহিত্য-সংস্কৃতি-সংগঠন |
- সারাদেশ |
দেশকন্ঠ প্রতিবেদক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ‘বড়দিনে সুনির্দিষ্ট কোনো নিরাপত্তা হুমকি নেই। তবে, অপ্রীতিকর এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।’বড়দিন উপলক্ষে ২৪ ডিসেম্বর শনিবার রাতে রাজধানীর কাকরাইল চার্চে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পুলিশপ্রধান আরও বলেন, ‘বড়দিনের উৎসব শুরু হয়েছে শনিবার থেকেই। সারা দেশে নিরাপত্তা দিচ্ছে পুলিশ। এই দিনে আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো হুমকি নেই। হলি আর্টিজানের ঘটনার পর দেশে উল্লেখযোগ্য তেমন কোনো হামলার ঘটনা ঘটেনি। উগ্র গোষ্ঠী বা তৃতীয় কোনো পক্ষ যেন সুযোগ না নিতে পারে, সেজন্যই আমরা নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজিয়েছি।’
দেশকন্ঠ/এআর
পথরেখা : আমাদের কথা