- |
- |
- জাতীয় |
- আন্তর্জাতিক |
- বিনোদন |
- ক্রীড়া |
- মত-দ্বিমত |
- শিক্ষা-স্বাস্থ্য |
- বিজ্ঞান-প্রযুক্তি |
- কৃষি বার্তা |
- অর্থ-বাণিজ্য-উন্নয়ন |
- সাহিত্য-সংস্কৃতি-সংগঠন |
- সারাদেশ |
দেশকন্ঠ ডেস্ক : রাজধানীর ধানমন্ডিতে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলটির ২২তম জাতীয় কাউন্সিলে নব নির্বাচিত কমিটি। আজ সকাল ১০টায় প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অন্য নেতারা জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে ফুল দেন। এরপর দলের অন্যান্য নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্ত হন। এ সময় নেতাকর্মীরা জয় বাংলা বলে স্লোগান দেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাঁকে তৃতীয়বার সাধারণ সম্পাদক নির্বাচিত করায় তিনি দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দেশকন্ঠ/এআর
পথরেখা : আমাদের কথা