কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে সারা বিশ্বের ন্যায় তুমুলিয়া, রাঙ্গামাটি, দড়িপাড়া, নাগরী ও মঠবাড়ি গির্জায় খ্রিষ্টান ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন পালিত হয়েছে। স্থায়ীন র্গিজাগুলোতে বড়দিন উপলক্ষে রঙিন বাতি ও ফুল দিয়ে সাজানো হয়েছে।
২৫ ডিসেম্বর সকালে তুমুলিয়া ধর্মপল্লীর পাল পুরোহিত আলবিন গমেজ, রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর পাল পুরোহিত খোকন বিনসেন্ট গমেজ, মঠবাড়ী ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার উজ্জল রোজারিও, দড়িপাড়া ধর্মপল্লীর পাল পুরোহিত অমর ডি কস্তা এবং নাগরী ধর্মপল্লীর পাল পুরোহিত জয়ন্ত এস গমেজ এর সভাপতিত্বে ধর্মপল্লীগুলোতে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন সরকার, সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, কালীগঞ্জ পৌরসভার মেয়র এস এম রবীন হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. রেজাউল করিম শিকদার ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী হারুন অর রশিদ টিপু উপস্থিত হয়ে গির্জায় আগত সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। দিবসটি উপলক্ষে বড়দিন উদযাপন কমিটি ধর্মপল্লীতে বড়দিনের কেক কেটে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন ও অতিথি আপ্যায়নের ব্যবস্থা করেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আনিসুর রহমান জানান, বড়দিন উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা। অনুষ্ঠানস্থল ও গুরুত্বপূর্ণ রাস্তায় র্যাব, পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তার দায়িত্বে আছে। অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করেন।
দেশকণ্ঠ/আসো