দেশকন্ঠ প্রতিবেদন : টাঙ্গাইলের ভূঞাপুরে আঞ্চলিক সড়ক থেকে শ্রমিক কল্যাণের নামে ট্রাক থেকে চাঁদা তোলা হচ্ছে। কোনো চালক চাঁদা দিতে অস্বীকার করলে তাকে লাঞ্ছিত করা হচ্ছে। ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতুপূর্ব আঞ্চলিক সড়কের সিরাজকান্দি এলাকায় ট্রাক থামিয়ে রিসিভের মাধ্যমে চাঁদা তুলছে স্থানীয় শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। সরেজমিনে দেখা গেছে, ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতুপূর্ব সড়কের সিরাজকান্দি এলাকায় ট্রাক থেকে টাকা তোলার জন্য একটি ঘর নির্মাণ করা হয়েছে। সেখানে ভোর থেকে রাত ১২টা পর্যন্ত ওই সড়কে চলাচলকারী বিভিন্ন ধরনের ট্রাক থেকে ৬০টাকা করে চাঁদা তোলা হয়। দুই শিফটে ভাগ হয়ে শ্রমিক সংগঠনের নিয়োজিত কর্মীরা ট্রাক থামিয়ে রশিদ দিয়ে টাকা তুলছে। সেখানে পাথাইলকান্দি বাজার ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি সোহেলের নেতৃত্বে ট্রাক থেকে চাঁদা তোলা হচ্ছে।
জানা গেছে, টাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতি ও জেলা ট্রাক, ড্রাম ট্রাক কভার ভ্যান, ট্যাংক লড়ি, মিনি ট্রাক ও পিকআপ শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে ভূঞাপুরে গোবিন্দাসী ও সিরাজকান্দি এলাকা থেকে ট্রাক থেকে চাঁদা তুলছে। এতে ট্রাক প্রতি চাঁদা নেওয়া হচ্ছে ৬০টাকা করে। উপজেলার তিনটি ইউনিয়নে বালুর ব্যবসা গড়ে ওঠায় গড়ে ওই সড়কে প্রতিদিন পাঁচ শতাধিক ট্রাক চলাচল করে। বগুড়ার ট্রাকচালক আক্কাছ আলী বলেন, জামালপুর থেকে মাল নিয়ে উত্তরবঙ্গে যাচ্ছি। ৫কিলোমিটার সড়ক যেতে দুই জায়গায় টোলের নামে চাঁদা দিতে হয়েছে। না হলে ট্রাক আটকিয়ে রাখে। একটি সেতু কর্তৃপক্ষ আরেকটি শ্রমিক কল্যাণের নামে এসব চাঁদাবাজি করা হচ্ছে। মজিবর নামের আরেক ট্রাকচালক বলেন, শ্রমিকদের কল্যাণের নাম করে উঠানো টাকা নেতা ও প্রশাসনসহ সকলেই ভাগ করে নেয়। সড়কে এমন চাঁদা বন্ধ হলে ট্রাকের ভাড়া কমবে। আর সড়কে খরচ বাড়লে ভাড়াও বাড়বে।
চাঁদা আদায়কারীরা জানান, ট্রাক থেকে তোলা টাকাগুলো অসহায় শ্রমিক ও চালকদের জন্য নেওয়া হচ্ছে। এছাড়াও এই টাকায় সংগঠন, প্রশাসন ও বিভিন্ন খাতে খরচ হয়। দুই শিফটে ছয়জন শ্রমিক টাকা তোলার কাজ করে। তবে নিরাপত্তার স্বার্থে রাত ১২টার পর থেকে ট্রাক থেকে টাকা তোলা হয় না। ট্রাক শ্রমিক ইউনিয়নের পাথাইলকান্দি বাজার শাখার সভাপতি সোহেল বলেন, ট্রাক থেকে তোলা ৬০টাকার মধ্যে ৪০টাকা জমা হয় টাঙ্গাইল শ্রমিক কল্যাণ ফান্ডে। বাকি টাকা যারা টাকা তোলার কাজে জড়িত তাদের বেতনসহ অন্যান্য খরচ চলে। এখানে আমি কিছু না। জেলা শ্রমিক সংগঠন থেকেই টাকা তোলা হচ্ছে। ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদুল ইসলাম বলেন, ট্রাক থেকে শ্রমিক কল্যাণের নামে টাকা উত্তোলনের বিষয়টি জানা নেই। জেনে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলাল হোসেন বলেন, রশিদ এবং সরকারি অনুমোদন ছাড়া সড়ক থেকে টাকা তোলা বেআইনি। এই বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।
দেশকন্ঠ/অআ