- |
- |
- জাতীয় |
- আন্তর্জাতিক |
- বিনোদন |
- ক্রীড়া |
- মত-দ্বিমত |
- শিক্ষা-স্বাস্থ্য |
- বিজ্ঞান-প্রযুক্তি |
- কৃষি বার্তা |
- অর্থ-বাণিজ্য-উন্নয়ন |
- সাহিত্য-সংস্কৃতি-সংগঠন |
- সারাদেশ |
দেশকন্ঠ ডেস্ক : বিরোধীদের বাধা অতিক্রম করে বৃহস্পতিবার ক্ষমতায় ফিরে আসছেন ইসরায়েলের প্রবীণ নেতা বেঞ্জামিন নেতানিয়াহু। বিশ্লেষকরা বিষয়টিকে দেশের ইতিহাসে সবচেয়ে ডানপন্থী সরকারের ক্ষমতায় ফিরে আসা বলে অভিহিত করেছেন। আদালতে দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে লড়াইরত ৭৩ বছর বয়সী নেতানিয়াহু, ইতোমধ্যেই ২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত এবং পূর্ববর্তী ১৯৯০ এর দশকের শেষের দিকে তিন বছরের মেয়াদসহ ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন নেতানিয়াহু। খবর এএফপি’র। শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে নেতানিয়াহু নেসেটকে বলেন, ‘ ষষ্ঠবারের মতো আমি একটি সরকার গঠন করতে এবং সংসদের সমর্থন পেতে যাচ্ছি। এবারও আমি প্রথমবারের মতোই উত্তেজিত।’
বিক্ষুব্ধ বিরোধী আইন প্রণেতাদের বাধার মুখে, তাদের উদ্দেশ্যে তিনি বলেন, একটি গণতান্ত্রিক শাসন পরীক্ষিত হয় তার হেরে যাওয়া পক্ষের জনগণের সিদ্ধান্ত গ্রহনের মাধ্যমে। কার্যকর গনতন্ত্রে আইনের প্রতি সকলের শ্রদ্ধাশীল হওয়া বাঞ্ছনীয়। নেতানিয়াহু ২০২১ সালের জুন মাসে নাফতালি বেনেট ও প্রাক্তন টিভি নিউজ অ্যাঙ্কর ইয়ার লাপিডের নেতৃত্বে বামপন্থী, মধ্যপন্থী এবং আরব দলগুলির একটি জোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন। তবে পুনরায় ফিরে আসতে তার বেশি সময় লাগেনি। এদিকে ফিলিস্তিনের মতো ঊর্ধ্বতন নিরাপত্তা এবং আইন প্রয়োগকারী কর্মকর্তারা ইতোমধ্যেই নতুন সরকারের নির্দেশনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউট থিঙ্ক-ট্যাঙ্কের প্রেসিডেন্ট ইয়োহানান স্পেনার বলেছেন, নেতানিয়াহুর সরকার শরীকদের জন্য একটি স্বপ্নের সরকার হয়ে উঠলেও “এক পক্ষের স্বপ্ন এখন অন্য পক্ষের দুঃস্বপ্ন”।
দেশকন্ঠ/এআর
পথরেখা : আমাদের কথা