- |
- |
- জাতীয় |
- আন্তর্জাতিক |
- বিনোদন |
- ক্রীড়া |
- মত-দ্বিমত |
- শিক্ষা-স্বাস্থ্য |
- বিজ্ঞান-প্রযুক্তি |
- কৃষি বার্তা |
- অর্থ-বাণিজ্য-উন্নয়ন |
- সাহিত্য-সংস্কৃতি-সংগঠন |
- সারাদেশ |
দেশকন্ঠ প্রতিবেদক : অস্ত্র দিয়ে গুলি করে আতঙ্ক সৃষ্টি করে আন্তঃজেলা ডাকাত চক্র। পরে তারা স্বর্ণের দোকানে ডাকাতি করে। এমন চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশিদ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। হারুন অর রশিদ বলেন, ২৮ ডিসেম্বর বুধবার রামপুরা থানার হাজীপাড়া বৌ-বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার করা হয় মো. হাছান জমাদ্দার, মো. আরিফ, মো. আইনুল হক ওরফে ভোলা, মো. সাইফুল ইসলাম মন্টু, মো. আনসার আলী এবং মো. শাহিন। তাদের কাছ থেকে ১টি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা পরষ্পর যোগসাজশে দেশের বিভিন্ন স্থানে স্বর্ণের দোকান টার্গেট করে ডাকাতি করে। ডাকাতির হোতা মো. হাছান জমাদ্দার ওরফে লেংড়া হাছান অবৈধভাবে ভারতে অবস্থান করে ডাকাতির নকশা তৈরি করে এবং ডাকাতির ৩-৪ দিন আগে বাংলাদেশে এসে তার অন্যান্য সহযোগীসহ দেশের বিভিন্ন স্থানে অস্ত্রের ভয় দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করে জুয়েলারি দোকানে ডাকাতি সম্পন্ন করে।
সাংবাদিকদের প্রশ্নে হারুন অর রশিদ বলেন, একটি ডাকাত চক্র অস্ত্রের ভয় দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করে দেশের মানিকগঞ্জ, ফেনী, চট্টগ্রাম জেলা, ময়মনসিংহ জেলার ভালুকা থানা, ঢাকা জেলার কেরানীগঞ্জ, বগুড়া এবং ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় স্বর্ণের দোকানে ডাকাতি করে আসছে। তারা প্রথমে দেশের বিভিন্ন স্থানে জুয়েলারি দোকান এলাকাকে টার্গেট করে বাসা ভাড়া নেয় ও ডাকাতির প্রস্তুতি গ্রহণ করে। ডাকাতির আগে পরিকল্পনা অনুসারে তারা প্রথমে বোমা ফাটিয়ে ও অস্ত্র দিয়ে গুলি করে ভয় দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করে অতি অল্প সময়ের মধ্যে দোকান থেকে ডাকাতি সম্পন্ন করে।
দেশকন্ঠ/এআর
পথরেখা : আমাদের কথা