- |
- |
- জাতীয় |
- আন্তর্জাতিক |
- বিনোদন |
- ক্রীড়া |
- মত-দ্বিমত |
- শিক্ষা-স্বাস্থ্য |
- বিজ্ঞান-প্রযুক্তি |
- কৃষি বার্তা |
- অর্থ-বাণিজ্য-উন্নয়ন |
- সাহিত্য-সংস্কৃতি-সংগঠন |
- সারাদেশ |
দেশকন্ঠ প্রতিবেদক : সব ধরনের ঝুঁকি পর্যালোচনা করে থার্টি ফার্স্ট নাইটে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে র্যাব। অপ্রীতিকর ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পোশাক পরিহিত র্যাব সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দারা নজরদারি করবেন। প্রস্তুত আছে বোম্ব ডিসপোজাল ইউনিটও। ৩১ ডিসেম্বর শনিবার রাতে রাজধানীর গুলশানে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন র্যাবের মহাপরিচালক (ডিজি) খুরশিদ আলম।
তিনি বলেছেন, এ রাতে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে র্যাবের গোয়েন্দা ও আভিযানিক দল প্রস্তুত আছে। সব ব্যাটালিয়নের আওতাধীন এলাকা ও গুরুত্বপূর্ণ স্থানে প্রয়োজনীয় জনবল নিয়োগ করা হয়েছে। গোয়েন্দা নজরদারি ও টহল বৃদ্ধি করে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। র্যাবের সাইবার মনিটরিং টিম অনলাইনে সাইবার নজরদারির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করছে। সড়কে চেকপোস্ট বসানো হয়েছে। বিভিন্ন যানবাহন ও পথযাত্রীদের তল্লাশি করা হচ্ছে। তল্লাশি চালাচ্ছে ডগ স্কোয়াড।র্যাবের ডিজি জানান, ভিভিআইপি, ভিআইপি, কূটনৈতিক মিশন এলাকায় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় প্রয়োজনীয় নজরদারি করা হচ্ছে।
গুলশান, বনানী, বারিধারা, উত্তরা, ধানমন্ডি, মিরপুরসহ অন্যান্য এলাকায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বসবাসকারীদের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন বছর উদযাপনে হোটেলের ভেতরে নিয়ম মেনে অনুষ্ঠান করা যাবে। পাবলিক প্লেসে বা খোলা স্থানে বা বাসার ছাদে ডিজে পার্টি, আতশবাজি ও ফানুস ওড়ানো থেকে বিরত থাকতে হবে। যেকোনো ধরনের উচ্ছৃঙ্খলতা, মাদকাসক্ততা প্রতিরোধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। উচ্চস্বরে গাড়ির হর্ন বাজানো ও বেপরোয়া গতিতে গাড়ি বা মোটরসাইকেল চালানো থেকে বিরত রাখার ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাঠ পর্যায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাচ্ছে। নারীরা যেন ইভটিজিং অথবা সম্মানহানির শিকার না হন, সেদিকে বিশেষভাবে সতর্ক দৃষ্টি রেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জঙ্গি হামালার তথ্য নেই। তবে, র্যাব প্রস্তুত আছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। র্যাবের হেলিকপ্টার, বোম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড ও ক্রাইম সিন ভ্যানকে প্রস্তুত রাখা হয়েছে।
দেশকন্ঠ/এআর
পথরেখা : আমাদের কথা