- |
- |
- জাতীয় |
- আন্তর্জাতিক |
- বিনোদন |
- ক্রীড়া |
- মত-দ্বিমত |
- শিক্ষা-স্বাস্থ্য |
- বিজ্ঞান-প্রযুক্তি |
- কৃষি বার্তা |
- অর্থ-বাণিজ্য-উন্নয়ন |
- সাহিত্য-সংস্কৃতি-সংগঠন |
- সারাদেশ |
দেশকন্ঠ ডেস্ক : ২০২২ শেষ হচ্ছে আজ। আর মাত্র কয়েক ঘণ্টা, এরপর ডুবে যাবে পুরাতন সূর্য, উঠবে নতুন আলো নিয়ে নতুন বছরে। আর ২০২৩-এ পা দেবে বিশ্ব। তাই বছরের শেষ দিন উদযাপন করলো গুগল। ৩১ ডিসেম্বর ২০২২, নতুন ডুডল নিয়ে হাজির হয়েছে তারা। ডুডলে গুগল লেখাটি সাজানো হয়েছে নানান রঙে। এতে ব্যবহার হয়েছে এনিমেশন। এতে বেশ কিছু প্রাণবন্ত ডিজাইন ব্যবহার করা হয়েছে।
গুগল শব্দের ‘O’এর মধ্যে সজ্জিতভাবে লেখা ২০২২। আবার ২০২২ সালের পেছনে ফুটিয়ে তোলা হয়েছে সূর্যকে। সেই সঙ্গে গুগল লেখার চারপাশে সূর্যের রঙে বেশ কিছু প্রতীক ব্যবহার করা হয়েছে।গুগল লেখায় ক্লিক করলেই গুগল নিয়ে যাচ্ছে অন্য পাতায়। সেখানে লেখা রয়েছে New Year's Eve 2022 (Saint's day), এর নিচে ইংরেজিতে লেখা আজকের বার ও তারিখ। সঙ্গে ডানপাশে নিচে রয়েছে নববর্ষ উদযাপনের কিছু ছবি।মোট কথা ২০২৩ নতুন বছরে শুভ সূচনার প্রত্যাশার প্রতীক হিসেবে বানানো হয়েছে এ ডুডল।
দেশকন্ঠ/এআর
পথরেখা : আমাদের কথা