• মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
    ৯ আশ্বিন ১৪৩১
    ঢাকা সময়: ২১:৩০

সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা সাধারণ সম্পাদক নবেল

  • জাতীয়       
  • ০১ জানুয়ারি, ২০২৩       
  • ৩৭
  •       
  • ০১-০১-২০২৩, ২২:৫১:১৭

দেশকন্ঠ প্রতিবেদন : সিলেটে সাংবাদিকতার শতবর্ষের ইতিহাসে প্রথমবারের মতো নারী নেতৃত্ব পেয়েছে সিলেট জেলা প্রেসক্লাব। সিলেটের প্রবীণ সাংবাদিক অধ্যক্ষ লিয়াকত শাহ্ ফরিদীকে মাত্র ৩ ভোটে পরাজিত করে প্রথমবারের মতো নারী সভাপতি হিসেবে বিজয়ী হয়েছেন হাসিনা বেগম চৌধুরী। আর তার পরিষদে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন শাহ্ দিদার আলম চৌধুরী নবেল। শনিবার (৩১ ডিসেম্বর) বিকেলে সিলেট নগরীর পূর্ব জিন্দা বাজারের বারুতখানা সিলমার্ট কমপ্লেক্সে সিলেট জেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় রাত ১১টায়। ঘোষিত ফলাফলে দেখা যায় সভাপতি পদে হাসিনা বেগম চৌধুরী পেয়েছেন ৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সিলেটের প্রবীণ সাংবাদিক অধ্যক্ষ লিয়াকত শাহ্ ফরিদী পেয়েছেন ৫৫ ভোট। 
 
সাধারণ সম্পাদক পদে শাহ্ দিদার আলম চৌধুরী নবেল পেয়েছেন ৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেবাশীষ দেবু পেয়েছেন ৩৬ ভোট। সহ-সভাপতি (প্রথম) পদে মনিরুজ্জামান মনির ৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমকালের মুকিত রহমানী পেয়েছেন ৪৯ ভোট। অপর প্রার্থী এস সুটন সিংহ ১০ ভোট পেয়েছেন। সহ-সভাপতি (দ্বিতীয়) পদে সাঈদ চৌধুরী টিপু ৬১ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী সজল ঘোষ পেয়েছেন ৫৩ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে রবি কিরণ সিংহ (মাইস্লাম রাজেশ) ৬২ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল কাইয়ুম পেয়েছেন ৫০ ভোট। কোষাধ্যক্ষ পদে আনন্দ সরকার ৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সাদিকুর রহমান সাকী পেয়েছেন ৪২ ভোট। ক্রীড়া ও  সাংস্কৃতিক সম্পাদক পদে একাত্তরের কথার মিঠু দাস জয় ৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সমকালের ইউসুফ আলী পেয়েছেন ৩২ ভোট।
 
প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সুলতান সুমন পেয়েছেন ৫৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মো. একরাম হোসেন ৫৩ ভোট পেয়েছেন। তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে মো. এনামুল কবীর পেয়েছেন ৫৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী রায়হান উদ্দিন পেয়েছেন ৪৯ ভোট। ৫৪ ভোট পেয়ে পাঠাগার সম্পাদক হয়েছেন মো. আবু বক্কর। তার প্রতিদ্বন্দ্বী মো. আলী আকবর চৌধুরী কোহিনূর পেয়েছেন ৫০ ভোট। দপ্তর সম্পাদক পদে মনিরুজ্জামান রনি পেয়েছেন ৪৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল আহাদ ৫৩ ভোট। নির্বাহী সদস্য পদে মো. শাহীন আহমদ ৬৮, মাহমুদ হোসেন ৬০, রণজিৎ কুমার সিংহ ৫৬ ও মো. আনোয়ার হোসেন ৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রসঙ্গত, নির্বাচনে দুটি প্যানেল ও স্বতন্ত্রসহ ২৯ জন প্রার্থী অংশ নেন। নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ কে এম শমিউল আলম। নির্বাচন কমিশনার ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মন ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী।
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।