- |
- |
- জাতীয় |
- আন্তর্জাতিক |
- বিনোদন |
- ক্রীড়া |
- মত-দ্বিমত |
- শিক্ষা-স্বাস্থ্য |
- বিজ্ঞান-প্রযুক্তি |
- কৃষি বার্তা |
- অর্থ-বাণিজ্য-উন্নয়ন |
- সাহিত্য-সংস্কৃতি-সংগঠন |
- সারাদেশ |
দেশকন্ঠ প্রতিবেদক : পুরনোকে বিদায়, নতুনের আমন্ত্রণে ইংরেজি নতুন বছর ২০২৩ কে স্বাগত জানালো রাজধানীবাসী। রাত ১২টায় কড়া নিরাপত্তা বেষ্টনীর আওতায় আতশবাজি আর ফানুস উড়িয়ে হ্যাপি নিউ ইয়ার উদযাপন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় ঘরোয়া আয়োজনে উদযাপিত হয় নিউ ইয়ার।নতুন বছরকে বরণ করে নিতে ঢাবির টিএসসিতে আসা তরুণদের প্রত্যাশা, এমন একটা সময় আসুক, যখন উৎসব আয়োজনে নিরাপত্তা আর চিন্তার কারণ হবে না। মন খুলে আনন্দ করতে পারবে সবাই। নিষেধাজ্ঞার কারণে খোলা স্থানে আনন্দ উদযাপনের বদলে শহরজুড়ে রাতভর আয়োজন ছিল অনেকটাই ঘরোয়া ও এলাকাকেন্দ্রিক।
এদিকে, থার্টিফাস্ট নাইট উপলক্ষে আগের রাত ৮টা থেকেই সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনী। অভিজাত এলাকার মোড়ে মোড়ে বসানো হয় চেকপোস্ট। মূল সড়কগুলো খোলা রেখে নিয়ন্ত্রণ করা হয় সংযোগ সড়কে চলাচল।এ নিয়ে র্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেন, সাময়িকভাবে হয়তো মানুষকে অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। তবে অতীতের তিক্ত অভিজ্ঞতার কারণেই এই কড়া বিধিনিষেধের মাধ্যমে আমাদের নববর্ষ উদযাপন করতে হয়েছে।
দেশকন্ঠ/এআর
পথরেখা : আমাদের কথা