- |
- |
- জাতীয় |
- আন্তর্জাতিক |
- বিনোদন |
- ক্রীড়া |
- মত-দ্বিমত |
- শিক্ষা-স্বাস্থ্য |
- বিজ্ঞান-প্রযুক্তি |
- কৃষি বার্তা |
- অর্থ-বাণিজ্য-উন্নয়ন |
- সাহিত্য-সংস্কৃতি-সংগঠন |
- সারাদেশ |
দেশকন্ঠ প্রতিবেদক : সিলেট বিট পুলিশ কর্মকর্তাদের দায়িত্ব ও কর্তব্য সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল ৯ টায় এসএমপি‘র পুলিশ হেডকোয়ার্টাসের সম্মেলন কক্ষে বাংলাদেশ পুলিশ হেডকোর্য়ার্টাস ‘এসওপি ফর বিট পুলিশিং ২০২০’ এর নির্দেশণা অনুযায়ী এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এসএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) মু. মাসুদ রানা। সভায় তিনি বাংলাদেশ পুলিশ হেডকোর্য়ার্টাস ‘এসওপি ফর বিট পুলিশিং ২০২০’ এর নির্দেশণা অনুযায়ী বিট অফিসারদের দায়িত্ব ও কর্তব্য সংক্রান্ত বিষয়সমূহ তুলে ধরে এর আলোকে দায়িত্ব পালনের জন্য বিট অফিসারদেরকে নির্দেশণা প্রদান করেন।
এসময় আগত পুলিশ কর্মকর্তাবৃন্দ নিজ নিজ বিট এলাকা সক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন। পরিশেষে বিট এলাকায় আইন-শৃংঙ্খলা যথাযথভাবে নিয়ন্ত্রণ করার জন্য বাংলাদেশ পুলিশ হেডকোর্য়ার্টাস ‘এসওপি ফর বিট পুলিশিং ২০২০’ এর নির্দেশাণা অনুসরণ করার পরামর্শ প্রদান করা হয়। সকল বিট থেকে আগত কর্মকর্তাগন সভায় উপস্থিত ছিলেন।
দেশকন্ঠ/এআর
পথরেখা : আমাদের কথা