- |
- |
- জাতীয় |
- আন্তর্জাতিক |
- বিনোদন |
- ক্রীড়া |
- মত-দ্বিমত |
- শিক্ষা-স্বাস্থ্য |
- বিজ্ঞান-প্রযুক্তি |
- কৃষি বার্তা |
- অর্থ-বাণিজ্য-উন্নয়ন |
- সাহিত্য-সংস্কৃতি-সংগঠন |
- সারাদেশ |
দেশকন্ঠ প্রতিবেদক : আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সভানেত্রী পুনঃনির্বাচিত হওয়ায় চীনের কমিউনিস্ট পার্টি তাঁকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছে। শেখ হাসিনাকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় বলা হয়, সাম্প্রতিক বছরগুলিতে চীনের কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি শি জিনপিং এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ব্যক্তিগত নজর ও দিক-নির্দেশনায় চীন-বাংলাদেশ কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব আরও গভীর হচ্ছে।শুভেচ্ছা বার্তায় বলা হয়, ‘উভয় দেশের নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনায় চীনের কমিউনিস্ট পার্র্র্টি আওয়ামী লীগের সাথে কাজ করতে আগ্রহী। দু’দেশে মধ্যে পারস্পারিক রাজনৈতিক আস্থা আরো গভীর হচ্ছে এবং দু’দল স্বাক্ষরিত বিনিময় ও সহযোগিতার ওপর সমঝোতা স্মারক বাস্তবায়িত হচ্ছে। এক্ষেত্রে দলীয় ও রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা বিনিময়ও বাস্তব সহযোগিতা হতে পারে।’ এতে আরো বলা হয়, ‘আর এটা করার মাধ্যমে, আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের টেকসই ও সুদৃঢ় উন্নয়নে আমরা ইতিবাচক ভূমিকা রাখতে পারি এবং আমাদের দুই দেশ ও দু’দেশের জনগণের জন্য বৃহত্তর কল্যাণ বয়ে আনতে পারি।’
রোববার প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, ২৮ ডিসেম্বর পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও স্বাক্ষরিত ওই বার্তাটি পাঠানো হয়। লিউ জিয়ানচাও বার্তায় আরো বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলে দলটির সভাপতি হিসেবে আপনাদের মাননীয় প্রধানমন্ত্রীর পুনঃনির্বাচিত হওয়ার বিষয়টি জানতে পেরে, আমি অত্যন্ত আনন্দিত। চীনা কমিউনিস্ট পাটির্র কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের পক্ষ থেকে আমি আপনাকে ও আওয়ামী লীগকে অভিনন্দন জানাচ্ছি।’ এতে আরো বলা হয়, ‘আমরা বিশ্বাস করি যে আপনার পিতা শেখ মুজিবুর রহমানের ‘সোনার বাংলা’র স্বপ্ন বাস্তবায়নের জন্য যত দ্রুত সম্ভব আপনার নেতৃত্বে আওয়ামী লীগ বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাবে। আর এভাবে বাংলাদেশি জনগণকে আরও বেশি সুফল প্রদান করবেন।’
দেশকন্ঠ/এআর
পথরেখা : আমাদের কথা