দেশকন্ঠ প্রতিবেদন : যত্রতত্র পোস্টার লাগিয়ে শহরের সৌন্দর্য নষ্ট করায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহম্মেদ মিলনকে নোটিশ দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। বুধবার (৪ জানুয়ারি) ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা আ ন ম তরিকুল ইসলামের সই করা একটি নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়, ডিএনসিসির আওতাধীন এলাকায় দীর্ঘদিন ধরে যত্রতত্রভাবে পোস্টার লাগিয়ে যাচ্ছেন। এর ফলে শহরের সৌন্দর্য নষ্ট হচ্ছে ও অপরিচ্ছন্ন হয়ে পড়ছে। এগুলো পরিচ্ছন্ন করতে অতিরিক্ত জনবল ও অর্থ খরচ হচ্ছে। দেয়াল লিখন ও পোস্টার লাগানো নিয়ন্ত্রণ আইন ২০১২ চালু আছে। যত্রতত্র পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। পাশাপাশি লাগানো পোস্টারগুলো নিজ খরচে অপসারণ করার জন্য আপনাকে অনুরোধ জানানো হলো। অন্যথায় আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে এক প্রশ্নের জবাবে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেন, দেয়াল লিখন, পোস্টার লাগানোর মাধ্যমে যারা শহরের সৌন্দর্য নষ্ট করছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, এই শহরে আমাদের সন্তানরা বেড়ে ওঠে। এই শহরে আমরা সবাই মিলে বসবাস করি। এই শহরেই আমরা সবাই উপার্জন করি। আর সেখানে যদি এমন যত্রতত্র পোস্টার লাগিয়ে নোংরা করি, তাহলে কেমন দেখায়? এটা আসলে খুবই দুঃখজনক। তাই যারা পোস্টার লাগাচ্ছেন তারা নিজ উদ্যোগে পোস্টার তুলে ফেলুন। আসুন এই শহরকে আমরা আরও পরিচ্ছন্ন ও সুন্দর করে গড়ে তুলি।
দেশকন্ঠ/অআ