- |
- |
- জাতীয় |
- আন্তর্জাতিক |
- বিনোদন |
- ক্রীড়া |
- মত-দ্বিমত |
- শিক্ষা-স্বাস্থ্য |
- বিজ্ঞান-প্রযুক্তি |
- কৃষি বার্তা |
- অর্থ-বাণিজ্য-উন্নয়ন |
- সাহিত্য-সংস্কৃতি-সংগঠন |
- সারাদেশ |
দেশকন্ঠ ডেস্ক : মার্কিন কূটনীতিকদের ওপর রহস্যজনক ‘সনিক অ্যাটাকের’ কারণে বন্ধ করে দেওয়ার পাঁচ বছর পর হাভানায় যুক্তরাষ্ট্র কনস্যুলেট বুধবার কিউবার নাগরিকদের জন্য তাদের পুরোপুরি অভিবাসী ভিসা পরিষেবা ফের শুরু করেছে। খবর এএফপি’র। কিউবা বিগত ৩০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটে পড়ায় কমিউনিস্ট শাসিত এ দ্বীপ রাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্রে রেকর্ড বহির্গমনের প্রেক্ষাপটে ফের এ সেবা চালু করা হলো। প্রধানত, অনথিভূক্ত অভিবাসীদের সুযোগ দিতে এ পদক্ষেপ নেওয়া হয়।
এ দূতাবাস গত সপ্তাহে এক বিবৃতিতে বলেছে, ‘যুক্তরাষ্ট্র হাভানায় কনস্যুলার কার্যক্রম সম্প্রসারণ এবং কিউবান ফ্যামিলি রিইউনিফিকেশন প্যারোল প্রোগ্রাম (সিএফআরপি) পুনরায় চালু করার মাধ্যমে দেশটির নাগরিকদের নিরাপদ, বৈধ এবং সুশৃঙ্খলভাবে অভিবাসন নিশ্চিত করতে কাজ করছে।’ কনস্যুলেটটি ‘অভিবাসী ভিসা প্রসেসিং’ এর জন্য সম্পূর্ণরূপে খোলা হবে। যদিও পর্যটন ভিসা আপাতত সীমাবদ্ধ না। হাভানার কূটনৈতিক কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা হাভানা সিনড্রোম নিয়ে অসুস্থ হয়ে পড়ার পর ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে কনস্যুলেটটি বন্ধ করে দেওয়া হয়েছিল। সনিক অ্যাটাকের পর তাদের এ উপসর্গ দেখা দিয়েছিল।
দেশকন্ঠ/এআর
পথরেখা : আমাদের কথা