দেশকন্ঠ প্রতিবেদন : ২৪ ঘণ্টার ব্যবধানে রাজধানী ঢাকার তাপমাত্রা ১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস কমেছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া ঢাকা পোস্টকে এ তথ্য জানান। তিনি জানান, সকালে রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস কর্ড করা হয়েছে। যা গতকাল ছিল ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে, ৯ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুইদিন রাজধানীর তাপমাত্রা আরও কমবে বলে জানান তিনি। সেই সঙ্গে কুয়াশা পরিস্থিতিও বর্তমান অবস্থার মতো থাকবে। আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ বলেন, ঢাকা, খুলনা, রংপুর ও রাজশাহীর তাপমাত্রা প্রতিদিনই কমছে। এসব অঞ্চলের তাপমাত্রা কমার পাশাপাশি মাঝারি থেকে ঘন কুয়াশা অব্যাহত রয়েছে। এসব অঞ্চলে আগামী দুইদিনের মধ্যে কুয়াশার প্রবণতা কমে যাবে। এর ফলে সূর্যের আলো দেখা যাবে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে।
দেশকন্ঠ/অআ