- |
- |
- জাতীয় |
- আন্তর্জাতিক |
- বিনোদন |
- ক্রীড়া |
- মত-দ্বিমত |
- শিক্ষা-স্বাস্থ্য |
- বিজ্ঞান-প্রযুক্তি |
- কৃষি বার্তা |
- অর্থ-বাণিজ্য-উন্নয়ন |
- সাহিত্য-সংস্কৃতি-সংগঠন |
- সারাদেশ |
দেশকন্ঠ ডেস্ক : প্রতিরক্ষা মন্ত্রণালয়কে ইউক্রেনে ৩৬ ঘণ্টার জন্য যুদ্ধবিরতির আদেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এ আহ্বানকে ‘প্রতারণা’ আখ্যা দিয়ে প্রত্যাখান করেছে ইউক্রেন কর্তৃপক্ষ। খবর আলজাজিরার। ৫ জানুয়ারি বৃহস্পতিবার অর্থোডক্স খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে এ আদেশ দেন পুতিন। ক্রেমলিন জানিয়েছে, ৬ জানুয়ারি শুক্রবার মধ্যরাত থেকে শুরু হবে ৩৬ ঘণ্টার এ যুদ্ধবিরতি। রাশিয়ার অর্থোডক্স চার্চের প্রধান এর আগে দুই দেশকেই যুদ্ধ বিরতির আহ্বান জানিয়েছিলেন। তারই প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিলেন পুতিন। তবে, চার্চ প্রধানের আহ্বান প্রত্যাখ্যান করেছে ইউক্রেন।
বিশ্বের মোট অর্থোডোক্স খ্রিস্টানের ৩৯ শতাংশই রাশিয়ার বাসিন্দা। এছাড়া, ইউক্রেনের সংখ্যাগরিষ্ঠ নাগরিকও এ ধর্মের অনুসারী। প্রসঙ্গত, অর্থোডক্স খ্রিস্টানরা প্রতিবছরের ৬ ও ৭ জানুয়ারি বড়দিন উদযাপন করে।
দেশকন্ঠ/এআর
পথরেখা : আমাদের কথা