• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
    ১০ পৌষ ১৪৩১
    ঢাকা সময়: ২১:২৮

ওয়ালটন স্মার্টফোন কিনে লাখপতি হওয়ার সুযোগ

দেশকন্ঠ ডেস্ক : ওয়ালটন মোবাইল ক্রেতাদের জন্য নিয়ে এলো লাখপতি হওয়ার সুবর্ণ সুযোগ। এখন নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনেই পেতে পারেন সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত নিশ্চিত গিফট ভাউচার। নতুন বছর উপলক্ষ্যে ‘কিনলেই লাখপতি’ অফারে এমন সুযোগ দিচ্ছে বাংলাদেশের শীর্ষ প্রযুক্তিপণ্যের ব্র্যান্ড ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের মোবাইল বিভাগ।

জানা গেছে, দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, মোবাইল ব্র্যান্ড ও রিটেইল আউটলেট থেকে নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনলেই লাখপতি হওয়ার সুযোগ মিলছে। এক্ষেত্রে সর্বনিম্ন ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ১ লাখ টাকার গিফট ভাউচার পাচ্ছেন ক্রেতারা। এ সুযোগ থাকছে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত।

ওয়ালটন মোবাইলের ক্রিয়েটিভ অ্যান্ড কমিউনিকেশন্সের ইনচার্জ হাবিবুর রহমান তুহিন বলেন, ওয়ালটন মোবাইল সব সময় সর্বোচ্চ ক্রেতাসুবিধা দিয়ে আসছে। এরই প্রেক্ষিতে ক্রেতাদের নতুন বছরটি রাঙিয়ে দিতে জানুয়ারি মাসের শুরুতেই আমরা লাখপতি হওয়ার সুযোগ নিয়ে এসেছি। এর সঙ্গে থাকছে আকর্ষণীয় ইন্টারনেট বান্ডেল ফ্রি। আশা করছি লাখপতি হওয়ার এ সুযোগ ক্রেতাদের মাঝে দারুণ সাড়া ফেলবে।

ওয়ালটন মোবাইলের যেসব মডেলে ১ লাখ টাকা পর্যন্ত গিফট ভাউচার পাওয়ার সুযোগ থাকছে-

* প্রিমো এফ১০: ২ জিবি র‌্যাম, ৩২ জিবি রম মূল্য- ৬,৯৯৯ টাকা (ভ্যাট ছাড়া)।

* প্রিমো জিএইচ১১: ২ জিবি র‌্যাম, ৩২ জিবি রম মূল্য- ৮,৭৯০ টাকা (ভ্যাট ছাড়া)। ৪ জিবি র‌্যাম, ৩২ জিবি রম মূল্য- ১০,৩৯৯ টাকা (ভ্যাট ছাড়া)।

* প্রিমো জিএইচ১০আই: ২জিবি র‌্যাম, ৩২ জিবি রম মূল্য- ৮,২৯০ টাকা (ভ্যাট ছাড়া)।

* প্রিমো এইচ১০: ৪ জিবি র‌্যাম, ৬৪ জিবি রম মূল্য- ১৩,৯৯৯ টাকা (ভ্যাট ছাড়া)।

* প্রিমো আর১০: ৪ জিবি র‌্যাম, ৬৪ জিবি রম মূল্য- ১২,৯৯৯ টাকা (ভ্যাট ছাড়া)।

* অরবিট ওয়াই৫০: ৪ জিবি র‌্যাম, ৬৪ জিবি রম মূল্য- ১২,৯৯৯ টাকা (ভ্যাট ছাড়া)।

ওয়ালটন মোবাইলের মার্কেটিং কো-অর্ডিনেটর রুবায়েত রহমান চৌধুরী জানান, লাখপতি অফার পেতে নির্দিষ্ট মডেলের স্মার্টফোনটি কেনার পর ওই হ্যান্ডসেটের মেসেজ অপশন থেকে বিও লিখে একটি স্পেস দিয়ে ক্রয়কৃত মোবাইলের আইএমইআই (BO<SPACE>IMEI) লিখে ০১৭৫৫৬১১১১১ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি মেসেজে ক্রেতাকে গিফট ভাউচারের পরিমাণ জানিয়ে দেয়া হবে। এক্ষেত্রে বিক্রেতা ক্রেতাকে সহায়তা করবেন। বাংলাদেশে তৈরি ওয়ালটনের এই স্মার্টফোনগুলোতে ৩০ দিনের রিপ্লেসমেন্ট সুবিধা পাবেন গ্রাহক। রয়েছে ১ বছরের ওয়ারেন্টি।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।