- |
- |
- জাতীয় |
- আন্তর্জাতিক |
- বিনোদন |
- ক্রীড়া |
- মত-দ্বিমত |
- শিক্ষা-স্বাস্থ্য |
- বিজ্ঞান-প্রযুক্তি |
- কৃষি বার্তা |
- অর্থ-বাণিজ্য-উন্নয়ন |
- সাহিত্য-সংস্কৃতি-সংগঠন |
- সারাদেশ |
দেশকন্ঠ ডেস্ক : কাশ্মীরি ভেড়ার বিরিয়ানি বানাবেন যেভাবে। আসুন তা জেনে নেয়া যাক।
কাশ্মীরি ভেড়ার বিরিয়ানি রেসিপি তৈরির উপকরণঃ-
১/২ কেজি ঘন আকৃতির মাংস,
১/২ কেজি ভাত,
১/২ কাপ দই,
২টি তেজপাতা,
২টি কালো এলাচ,
২টি সবুজ এলাচ,
২ খন্ড দারুচিনি,
৪টি লবঙ্গ,
২ টেবিল চামচ শাহী জিরা, ১
টেবিল চামচ সবুজ বাদাম,
২ টেবিল চামচ মরিচের গুঁড়া,
২ টেবিল চামচ গরম মসলা গুঁড়া,
১ টেবিল চামচ হলুদের গুঁড়া,
১/৪টি জায়ফল,
১ টেবিল চামচ দুধের সঙ্গে ১/২ টেবিল চামচ সেফরন,
এক কাপ ধনে পাতা ও রসের সঙ্গে ৪ টেবিল চামচ ঘি।
কাশ্মীরি ভেড়ার বিরিয়ানি রেসিপি তৈরির প্রণালীঃ-
মাংসের সঙ্গে দই, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া ও লবণ মিশিয়ে এক ঘণ্টা রেখে দিন।
সামান্য লবণ ও যথেষ্ঠ পরিমাণ পানি দিয়ে বাসমতি চাল অর্ধেক রান্না করুন।
এবং কিছুক্ষণ রেখে দিন।
একটি পাত্রে ঘি গরম করে লবঙ্গ, দারুচিনি, সবুজ ও কালো এলাচ, তেজপাতা, শাহী জিরা, ধনে গুঁড়া, জায়ফল ও গরম মসলা মেশান।
দই শুষে না নেওয়া পর্যন্ত মসলা মিশ্রিত মাংস ভেজে নিন।
মাংস রান্না করার জন্য যথেষ্ঠ পরিমাণ পানি নিন। এবার কিছুক্ষণ রেখে দিন।
ভাতকে দু’ভাগে ভাগ করে নিন।
এক অংশের সঙ্গে সেফরন, অর্ধেক মাংস, অর্ধেক ধনে গুঁড়া ও তেজপাতা মিশিয়ে নিন।
সাদা ভাত দিয়ে মাংস ঢেকে রাখুন।
ধনেপাতা, তেজপাতা ও জায়ফল মিশিয়ে নিন। এবার পাত্রটি শক্ত করে বন্ধ করে রাখুন।
সামান্য তাপে ৩০-৪৫ মিনিট সিদ্ধ করুন।
অর্ধেক রান্না করা ভাতের জন্য পানি ও রান্না করা ভাত মেশান যতক্ষণ পর্যন্ত সাধারণত ভাত রান্না হয়।
এরপর ইচ্ছামতো পরিবেশন করতে পারেন।
দেশকন্ঠ/এআর
পথরেখা : আমাদের কথা