• বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
    ১১ পৌষ ১৪৩১
    ঢাকা সময়: ০১:৩১

২১ লাখ টন জ্বালানি তেল ও ৬০ হাজার টন সার সংগ্রহ করবে সরকার

দেশকন্ঠ ডেস্ক : সরকার দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আজ প্রায় ২১ লাখ টন জ্বালানি তেল ও ৬০ হাজার টন সার সংগ্রহের জন্য পৃথক প্রস্তাব অনুমোদন করেছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে আজ ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত এ বছরের সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির দ্বিতীয় বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।ভার্চুয়াল বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান জানান, আজকের সভায় মোট ১০টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।তিনি বলেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একটি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) প্রায় ১৮,২১৫.৫২ টাকা কোটি টাকা ব্যয়ে বিভিন্ন দেশের সাতটি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান থেকে চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে প্রায় ২০.৪০ লাখ টন পরিশোধিত জ্বালানি তেল ক্রয় করবে।পরিশোধিত জ্বালানি তেল ইন্দোনেশিয়ার বিএসপি, সংযুক্ত আরব আমিরাত (ইউএই)’র ইনোক, ভারতের আইওসিএল, চীনের পেট্রোচায়না, মালয়েশিয়ার পিটিএলসিএল, থাইল্যান্ডের পিটিটিটি এবং চীনের ইউনিপেক থেকে আমদানি করা হবে।

মাহবুব বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর সময়ে বিপিসি ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেডের কাছ থেকে প্রায় ৫৪৫.০৪ কোটি টাকা ব্যয়ে প্রায় ৬০ হাজার টন ডিজেলও সংগ্রহ করা হবে।তিনি বলেন, শিল্প মন্ত্রণালয়ের দুটি পৃথক প্রস্তাব অনুসারে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড থেকে দশম লটের আওতায় আগের মূল্য প্রতি মে. টন ৪৮০ ডলারের বিপরীতে ৪৭০ ডলার দরে প্রায় ১৫০.০৮ কোটি টাকা ব্যয়ে প্রায় ৩০,০০০ টন বাল্ক দানাদার ইউরিয়া সার ক্রয় করবে।এছাড়া বিসিআইসি সৌদি আরবের কাছ থেকে প্রায় ১৪৯.৩৬ কোটি টাকা ব্যয়ে আরও ৩০ হাজার টন ইউরিয়া সার সংগ্রহ করবে। এ ক্ষেত্রে প্রতি টন সারের দাম পড়বে আগের মূল্য টন প্রতি ৫৫১.৬৭ ডলারের বিপরীতে ৪৭০ ডলার।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) শ্রীনোভা ইস্পাত প্রাইভেট লিমিটেড, কলকাতা, ভারত (স্থানীয় এজেন্ট: এলআইডি, ঢাকা)  থেকে প্রায় ৭০.০২ কোটি টাকা ব্যয়ে ১২,৫০০ টন চিনি সংগ্রহ করবে।এছাড়া সিসিজিপির এ সভায় প্রায় ১১টি উপ-প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা এবং বিস্তারিত নকশা প্রণয়নের লক্ষ্যে রেলওয়ে সংযোগ উন্নয়ন কারিগরি সহায়তা সংক্রান্ত প্রকল্পের জন্য প্রায় ১৯৩.৬৪ কোটি টাকা ব্যয়ে ওসিজি, জাপান, ফ্রান্সের ইজিআইএস, মালয়েশিয়ার এইচএসএস, এবং এসওডিইবি কনসাল্ট ইন্টারন্যাশনাল লিমিটেড বাংলাদেশ-এর যৌথ উদ্যোগকে পরামর্শদাতা হিসেবে নিয়োগ দিতে রেলওয়ে মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাবও অনুমোদন করা হয়।এছাড়া বৈঠকে বিদ্যুৎ বিভাগের অধীন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি)’র তিনটি এবং স্থানীয় সরকার বিভাগের অধীন ঢাকা ওয়াসা থেকে আরেকটি প্রস্তাবও অনুমোদন করা হয়।
দেশকন্ঠ/এআর





 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।