• শনিবার, ১১ জানুয়ারি ২০২৫
    ২৮ পৌষ ১৪৩১
    ঢাকা সময়: ০৭:০৯

সাকরাইনকে ঘিরে শাঁখারী বাজারে কোটি টাকার বাণিজ্য

  • জাতীয়       
  • ১৪ জানুয়ারি, ২০২৩       
  • ৪২
  •       
  • ১৪-০১-২০২৩, ০৯:১০:১২

দেশকন্ঠ প্রতিবেদন : পুরান ঢাকার ঐতিহ্যবাহী প্রাচীন উৎসব সাকরাইনকে ঘিরে কোটি টাকার বাণিজ্য চলছে শাঁখারী বাজারে। এ উৎসবকে সামনে রেখে গত এক সপ্তাহ আগ থেকেই কেনা-বেচায় চলছে ধুম। ব্যবসায়ীদের দাবি সাকরাইনকে উপলক্ষ করে এবার শাঁখারী বাজারে প্রায় পাঁচ থেকে ছয় কোটি টাকার পণ্যসামগ্রী কেনা-বেচা হবে। এসব পণ্যসামগ্রীর মধ্যে রয়েছে বিভিন্ন রঙের ঘুড়ি, সুতো, নাটাইসহ বিভিন্ন রকমের আতশবাজি, পটকা সামগ্রী। সাথে চলছে রঙবেরঙ ফানুসের কেনা-বেচাও। সরেজমিনে শাঁখারী বাজারে ঘুরে দেখা যায় চশমাদার, কাউটাদার, পঙ্খিরাজ, প্রজাপতি, চক্ষুদার, ঈগল, সাদা ঘুড়ি, চারবোয়া, দুই বোয়া, টেক্কা,লাভ ঘুড়ি, ৩ টেক্কা, মালাদার, দাবা ঘুড়ি, বাদুর, চিল, অ্যাংগ্রি বার্ডসহ বিভিন্ন নামে ঘুড়ি বিক্রিতে ধুম লেগেছে ব্যবসায়ীদের মধ্যে। শাঁখারী বাজারে সাধারণ ঘুড়ি বিক্রি হচ্ছে ১৫ থেকে ৪০ টাকা পর্যন্ত। এছাড়া বিদেশি কাগজ ও নানান নকশা করা ঘুড়ি কেনা-বেচা হয় ১৫০ থেকে ৫০০ টাকা পর্যন্ত।  কিছু কিছু ঘুড়ির দাম হাজার টাকার ওপরে।
 
ঘুড়ির সাথে এখানে বিভিন্ন রকমের নাটাই ও সুতা কেনা-বেচাও পড়েছে ধুম। নাটাইয়ের মধ্যে বাটিওয়ালা নাটাই, মুখবান্ধা নাটাই, লোহার নাটাই, কাঠের নাটাই, চাবাডী নাটাই বিক্রি হয় ১৫০ থেকে ১০০০ টাকা পর্যন্ত। সুতোর মধ্যে ড্রাগন সুতা, ভুত সুতা, বিলাই সুতো, ঘুড়ি ওড়ানোর জন্য বিভিন্ন ধরনের সুতা বিক্রি হয়ে থাকে ২০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত। এছাড়াও এখানে বিভিন্ন আকৃতির আতশবাজি, পটকা ও ফানুস বিক্রি হচ্ছে বিভিন্ন দরে। সর্বনিম্ন ১০০ টাকা থেকে ২৫০০ টাকা পর্যন্ত আতশবাজি পাওয়া যায় এখানে। শাঁখারী বাজারে অন্যতম ঘুড়ির দোকান স্বপ্নচূড়া ডিপার্টমেন্টাল স্টলের স্বত্বাধিকারী সুদেব সুর ঢাকা পোস্টকে বলেন, ইতোমধ্যে আমরা দেড় লাখ পিচের অধিক ঘুড়ি বিক্রি করেছি। আশা করি আগামী দুদিনে আরও এক লাখের অধিক ঘুড়ি বিক্রি করতে পারবো। আমাদের দেশে যত রকমের ঘুড়ির প্রচলন আছে সবগুলোই আমরা বিক্রি করে থাকি। আশা করি এ বছর আমি ৬০ থেকে ৭০ লাখ টাকার অধিক কেনা-বেচা করতে পারবো।
 
এদিকে শুভশ্রী ডিপার্টমেন্টাল স্টোরের ম্যানেজার সুমন নাগ বলেন, বছরে আমাদের দুটি উৎসবেই আতশবাজি কেনা-বেচা হয়। তার মধ্যে একটি নিউ ইয়ারে আরেকটি সাকরাইন উৎসবে। আমাদের এখানে সব ধরনের আতশবাজি, পটকা পাওয়া যায়। সর্বনিম্ন ১০০ টাকা থেকে ২৫০০ টাকা পর্যন্ত বাজি বিক্রি করি থাকি আমরা। এ সাকরাইন উৎসবে প্রায় বিশ লাখ টাকার অধিক কেনা-বেচা হবে। পুরান ঢাকার সূত্রাপুর থেকে ঘুড়ি ও আতশবাজি কিনতে আসা সোহাগ ঢাকা পোস্টকে বলেন আমরা প্রতি বছরই সাকরাইনকে খুব আনন্দের মধ্য দিয়ে পালন করে থাকি। আজ ইতোমধ্যে ১৫০টি ঘুড়ি কিনেছি এবং সাথে প্রায় আট হাজার টাকার মত বাজি কিনেছি আরও কিনবো। উল্লেখ্য, পুরান ঢাকার একটি ঐতিহ্যবাহী উৎসব সাকরাইন। মহাভারতে যাকে মকরক্রান্তি বলা হয়। এদিনে দিনভর ঘুড়ি ওড়ানোর পাশাপাশি সন্ধ্যায় বর্ণিল আতশবাজি ও রঙবেরঙ ফানুশে ছেয়ে যায় বুড়িগঙ্গা তীরবর্তী শহরের আকাশ। এখন পুরান ঢাকা ছাড়াও ঢাকার অন্যান্য এলাকায় এ উৎসব পালন করা হয়। আগে হিন্দু ধর্মাবলম্বীরা সাকরাইন পালন করলেও এখন বাঙালি সংস্কৃতি হিসেবে সব ধর্মীয় মানুষের কাছে এটি সমাদৃত হচ্ছে।
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।