- |
- |
- জাতীয় |
- আন্তর্জাতিক |
- বিনোদন |
- ক্রীড়া |
- মত-দ্বিমত |
- শিক্ষা-স্বাস্থ্য |
- বিজ্ঞান-প্রযুক্তি |
- কৃষি বার্তা |
- অর্থ-বাণিজ্য-উন্নয়ন |
- সাহিত্য-সংস্কৃতি-সংগঠন |
- সারাদেশ |
দেশকন্ঠ প্রতিবেদক : জেলার মতলব উত্তর উপজেলায় অসহায় রোগীদের চিকিৎসা সহায়তার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ করা হয়েছে।আজ দুপুরে মতলব উত্তর উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল আমিন রুহুল এই চেক বিতরণ করেন। এদিন দরিদ্র অসহায় ২৯ জন রোগীর চিকিৎসা সহায়তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে ১০ লাখ পঞ্চাশ হাজার টাকার ২৯ টি চেক রোগীদের হাতে তুলে দেয়া হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর- ২( মতলব উত্তর -দক্ষিণ) আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট নুরুল আমিন রুহুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ কুদ্দুছ, উপজেলা যুবলীগের আহ্বায়ক দেওয়ান মো: জহির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওরঙ্গজেব, উপজেলা প্রকৌশলী মনির হোসেন, ফতেহপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ প্রমুখ।চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল এমরান খাঁন।
দেশকন্ঠ/এআর
পথরেখা : আমাদের কথা