দেশকন্ঠ প্রতিবেদন : রাজধানীর মুগদার মান্ডা এলাকার একটি সড়কে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস বলছে, গ্যাসের লিকেজ থেকেই এ আগুনের সূত্রপাত। রোববার (১৫ জানুয়ারি) দিবাগত রাত প্রায় ১টার দিকে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। মুগদার মান্ডা মেইন রোডে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭১ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলরের অফিসের পশ্চিম পাশে একটি খাবার হোটেলের গ্যাস লাইনের লিকেজ থেকেই এ আগুনের সূত্রপাত হয়। হোটেলটির নাম আল-আমিন হোটেল। পাশেই বৈদ্যুতিক লাইন সংস্থাপনের কাজ চলছিল। এসময় আশপাশের লোকজন পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এর কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভানোর কাজ শুরু করেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার সদরাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, সড়কে আগুন জ্বলছে এমন সংবাদের ভিত্তিতে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা জানায়, গ্যাসের লিকেজ থেকেই আগুনের সূত্রপাত। ধারণা করা হচ্ছে, লিকেজের ওপর সিগারেটের জ্বলন্ত অংশ পড়ে থাকতে পারে এবং সেখান থেকেই হঠাৎ আগুনের তীব্রতা বেড়ে যায়।তিনি বলেন, আগুনের প্রকৃত কারণ জানতে কিছুক্ষণ সময় লাগবে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।
দেশকন্ঠ/অআ