- |
- |
- জাতীয় |
- আন্তর্জাতিক |
- বিনোদন |
- ক্রীড়া |
- মত-দ্বিমত |
- শিক্ষা-স্বাস্থ্য |
- বিজ্ঞান-প্রযুক্তি |
- কৃষি বার্তা |
- অর্থ-বাণিজ্য-উন্নয়ন |
- সাহিত্য-সংস্কৃতি-সংগঠন |
- সারাদেশ |
দেশকন্ঠ ডেস্ক : ঠিক হতে শুরু করেছে পৃথিবীর প্রতিরক্ষা ঢাল ওজোনস্তরের ক্ষত। আগামী কয়েক দশকের মধ্যে আগের অবস্থায় ফিরে আসতে পারবে বলে আশা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। সম্প্রতি এ নিয়ে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, ২০০০ সাল থেকে প্রতি দশকে ৩ শতাংশ হারে ক্ষত সারতে শুরু করেছে ওজোনস্তরের। ২০৩০ সাল নাগাদ উত্তর গোলার্ধের অংশ ও ২০৬০ সালের মধ্যে এন্টার্কটিকার অংশ পুনরুদ্ধার হবে। ১৯৮০ সালে প্রথম জানা যায়, ওজোনস্তর ক্ষতিগ্রস্ত হয়েছে। ১০ বছর পর এটি সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছায়। ভূ-পৃষ্ঠ থেকে ৬ মাইল ওপরে পৃথিবীকে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে সুরক্ষা দেয়া এই ওজোনস্তরের অবস্থান।
আশির দশকের মাঝামাঝি বিজ্ঞানীরা সিদ্ধান্ত নেন, ওজোনস্তর এভাবে ধ্বংস হতে থাকলে পরবর্তী কয়েক দশকের মধ্যে এটি নিশ্চিহ্ন হয়ে যাবে। এতে ত্বকের ক্যান্সারের হার বৃদ্ধি পাবে। ফসলের ব্যাপক ক্ষতি হবে এবং সামুদ্রিক খাদ্যশৃঙ্খল ধ্বংস হবে।ওজোনস্তরের এই জটিল সমস্যার সমাধানে এগিয়ে আসে আন্তর্জাতিক সম্প্রদায়। সিএফসি শিল্পের বিকল্প বের করা হয়েছে। জীবাশ্ম জ্বালানির অপচয় রোধে সাশ্রয়ী মূল্যের বিকল্পগুলো এখন উৎপাদন করা হচ্ছে।
দেশকন্ঠ/এআর
পথরেখা : আমাদের কথা