দেশকন্ঠ প্রতিবেদন : প্লেন যোগাযোগ চালু করতে চুক্তি সই করেছে বাংলাদেশ ও আফ্রিকার দেশ রুয়ান্ডা। নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান এবং রুয়ান্ডার হাইকমিশনার নিজ নিজ দেশের পক্ষে চুক্তি সই করেন। সোমবার (১৬ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, চুক্তিতে উল্লেখ করা হয়, চুক্তির ফলে বাংলাদেশ ও রুয়ান্ডার মধ্যে আকাশপথে মানুষ ও পণ্য পরিবহনের সুবিধা হবে। এয়ার কানেকটিভিটি চুক্তি বাংলাদেশ ও রুয়ান্ডার মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও বড় ভূমিকা রাখবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ কৃষি ও খাদ্য, বিনিয়োগ, পররাষ্ট্র দপ্তরের পরামর্শ সভা এবং দু’দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতাসহ বিভিন্ন খাতে রুয়ান্ডার সঙ্গে সহযোগিতার উদ্যোগ নিয়েছে। উভয় পক্ষই উল্লেখিত খাতে চুক্তি সমাপ্ত করার বিষয়ে আলোচনা করেছে। বাংলাদেশ থেকে রুয়ান্ডায় দ্বিপাক্ষিক সফর এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দ্বিপাক্ষিক পরামর্শ সভা আয়োজনেরও উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
দেশকন্ঠ/অআ