দেশকণ্ঠ প্রতিবেদন : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘এক ইঞ্চি জমিও যেন অনাবদি না থাকে’ এ স্লোগানকে সামনে রেখে স্মার্ট বাংলাদেশ গড়ার দৃঢ প্রত্যয়ে গোপালগঞ্জের কোটালীপাড়ায় কৃষি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উন্নয়ন প্রতিনিধি মো. শহীদ উল্লা খন্দকারের পরামর্শক্রমে বোরো ধানের সমলয়ে চাষাবাদ কার্যক্রম বাস্তবায়নে ও আনাবাদি পতিত জমিকে আবাদের আওতায় আনার আহ্বান জানানো হয়। ১৮ জানুয়ারি সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের ধারবাসাইল বাজারে অনুষ্ঠিত কৃষি বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভাসমান বেডে সবজি ও সমলা চাষ গবেষণা, সম্প্রসারণ এবং জনপ্রিয় করণ প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ বিজয় কৃষ্ণ বিশ্বাস।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষি বৈঠকে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিটুল রায়সহ আরো অনেকে বক্তব্য রাখেন। এ কৃষি বৈঠকে কান্দি ইউনিয়নের বিভিন্ন গ্রামের শতাধিক কৃষক ও কৃষাণী অংশ গ্রহণ করেন।
দেশকণ্ঠ/আসো